স্ত্রীকে কুপ্রস্তাব ও উত্যক্ত করায় চাচার বিচার দাবি ভাতিজার

শেরপুরের নালিতাবাড়ীতে স্ত্রীকে কুপ্রস্তাব, উত্যক্ত ও রামচন্দ্রকুড়া ইউপি চেয়ারম্যান খোরশেদ আলমকে জড়িয়ে মিথ্যা মামলা দায়ের করায় এর সুষ্ঠু বিচার চেয়ে আপন চাচা সুরুজ আলীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ভাতিজা রাসেল মিয়া। সোমবার (২৯ মে) দুপুরে উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের বৈশাখী বাজারে ওই সংবাদ সম্মেলনের অয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে ভাতিজা রাসেল মিয়া জানান, চাচা সুরুজ আলী তার স্ত্রীকে মাঝে মধ্যেই কুপ্রস্তাব দিত। এরই ধারবাহিকতায় গত ১৭ মার্চ শুক্রবার রাতে তার স্ত্রী নিজ বাড়িতে শুয়ে ছিলেন। এ সময় সুরুজ আলী সুযোগ বুঝে ঘরে প্রবেশ করে তার স্ত্রীকে ধর্ষণের চেষ্টা করেন। ধস্তাধস্তির একপর্যায়ে তার মা দেখে ফেললে চাচা সুরুজ আলী দৌড়ে পালিয়ে যায়। পরদিন ঘটনার জানাজানি হলে ক্ষোভ ও অভিমানে তার স্ত্রী চেতনানাশক ওষধ খেয়ে অসুস্থ্য হয়ে পড়েন। পরে হাসপাতালে চিকিৎসার পর সুস্থ্য হন। এ ঘটনা ইউপি সদস্য আলী হোসেন ও চাঁন মিয়া সমাধান করতে ব্যর্থ হলে তারা সুরুজ আলীকে নিয়ে সংশ্লিষ্ট রামচন্দ্রকুড়া ইউনিয়নের চেয়ারম্যান খোরশেদ আলম খোকার কাছে যান। তিনি এর সমাধানের লক্ষে ইউপি সদস্য ও গণ্যমান্যদের নিয়ে শালিসের জন্য ৫ সদস্য বিশিষ্ট একটি জুড়িবোর্ড গঠন করেন। জুড়িবোর্ডে অভিযুক্ত সুরুজ আলী নিজের দোষ স্বীকার করলে ৭০ হাজার টাকা জরিমানা করেন তারা।
একপর্যায়ে সেখান থেকে ছাড়া পেয়ে সুরুজ আলী শালিসের সিদ্ধান্ত অমান্য করে রামচন্দ্রকুড়া ইউপি চেয়ারম্যান খোরশেদ আলম খোকা, ইউপি সদস্য ও মাসহ কয়েকে জনের নামে গত ২৮ মার্চ শেরপুর আদালতে একটি মামলা দায়ের করেন। এর প্রেক্ষিতে তিনিও স্ত্রীর ঘটনার সুষ্ঠু বিচারের জন্য তার চাচা সুরুজ আলীকে আসামী করে নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেন।
এদিকে, চলমান ঘটনার জেরে গত ২৬ মে শুক্রবার বিকেলে চাচা সুরুজ আলীর সমুন্ধী (স্ত্রীর ভাই) নয়াবিল ইউপি সদস্য আব্দুল মান্নান চেয়ারম্যান খোরশেদ আলীর ছেলে ব্যবসায়ী রাজিবকে নয়াবিল বাজারে আটকায় ও মারধর করে। এসময় রাসেল মিয়া জানান, চাচা সুরুজ আলী তাকে বিভিন্ন সময় প্রাণনাশের হুমকী দিয়ে আসছে। তার কারনে তার প্রথম স্ত্রী তাকে ছেড়ে চলে গেছে। বর্তমান দ্বিতীয় স্ত্রীকেও উত্যক্ত ও ধর্ষণ চেষ্টা করেছেন। তাই তার এসব ঘটনার সুষ্ঠু বিচার ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী করেন তিনি। সংবাদ সম্মেলনে ভুক্তভাগী গৃহবধু তার স্বামী আবু রাসেল, শাশুড়ি রইমন নেছাসহ সংশ্লিষ্ট স্বজন ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: