পঞ্চগড়ে অজ্ঞান পার্টি চক্রের ২ সদস্য গ্রেফতার

পঞ্চগড়ে গত ২৬ মে রাতের আঁধারে সদর উপজেলার জগদল এলাকায় মাসুদ রানা নামে এক ব্যাক্তি বাড়িতে ৩ ভরি স্বর্ণালংকার ও নগদ ছয় লক্ষ টাকা দুধর্ষ চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় সদর থানায় অজ্ঞাতদের আসামী করে মামলা দায়েরের এক দিন পরে অজ্ঞান পার্টির দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, সদর উপজেলার জগদল বাজার এলাকার তাজুল ইসলাম (৩২) ও দশমাইল বাজার মুহুরীজোত এলাকার হাসান (৩০)। তবে চুরি যাওয়া টাকার মধ্যে ২০ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৯ মে) দুপুরে পঞ্চগড় পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানান, পুলিশ সুপার এস.এম সিরাজুল হুদা।
তিনি আরো জানান, একটি বড় অজ্ঞান পার্টির চক্র জেলার বিভিন্ন এলাকার লোকদের সাথে নিয়ে টিউবওয়েলের পানির সাথে, পানির ট্যাংকির পানিতে চেতনানাশক মিশিয়ে চুরি সহ নানা অপরাধমুলক কাজ করে আসছিলেন। পরে বিশেষ অভিযান পরিচালনা করে মূলহোতা সহ দুইজনে গ্রেফতার করা হয়েছে। এদের সাথে অনেকেই সম্পৃক্ত রয়েছে। বাকি আসামীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
এসময় পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) কনক কুমার দাস, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রাকিবুল ইসলাম, পঞ্চগড় সদর থানার পরিদর্শক (তদন্ত) দুলাল উদ্দীন সহ জেলা পুলিশের উধ্বর্তন কর্মকর্তাবৃন্দ ও জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মীরা উপস্থিত ছিলেন।
পরে আসামীদের পঞ্চগড় আদালতে তোলার পরে মামলার তদন্তকারী কর্মকর্তা ও সদর থানার উপপরিদর্শক সাহিদুর রহমান ৫ দিনের রিমান্ড আবেদন করেন। এদিন রিমান্ডের শুনানী হয়নি। তবে আগামী মঙ্গলবার আসামীদের রিমান্ড শুনানির কথা রয়েছে।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: