ষাঁড়ের লড়াইয়ে জয়ের খুশিতে মৃত্যু ১

কক্সবাজারের কুতুবদিয়ায় বলী খেলা শেষে ষাঁড়ের লড়াইয়ে নিজের গরু চ্যাম্পিয়ান হওয়ার খুশিতে আবু তাহের নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার (২৯ মে) বলী খেলাস্থল থেকে বাড়ি ফেরার পর ঐ ষাঁড় মালিকের মৃত্যু হয়। চিকিৎসকের ধারণা, হার্ট অ্যাটাক বা হিটস্ট্রোকে তার মৃত্যু হয়েছে।
জানা যায়, সোমবার (২৯ মে) সকালে নিজের গৃহপালিত একটি ষাঁড় নিয়ে বলি খেলায় অংশ নেন আবু তাহের। লড়াইয়ে তার ষাঁড় প্রথম হয়। তিনি খুব খুশি হন। আনন্দে নাচতে নাচতে গরু নিয়ে যান বাড়িতে। এসময় গরুর সাথে যাওয়া ড্রাম পার্টিকে বকশিসও করেন তিনি। মৃত আবু তাহের বড়ঘোপ মুরালিয়া গ্রামের জেবর মুল্লুকের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান- ষাঁড়ের লড়াই শেষে আবু তাহের বাড়ি ফেরার পর তার বোন জামাইয়ের সাথে কি যেন আলাপ করছিলো। পরে আবু তাহের দোকানে গেলে সেখান থেকে ফেরার পথে বিলে পড়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুতুবদিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক ডা. শরিফুল ইসলাম দেখে মৃত ঘোষণা করেন। তার তিন ছেলে দুই মেয়ে রয়েছে।
এদিকে স্থানীয়রা আবু তাহরের মৃত্যুর কারণ হিশেবে বলী খেলার আয়োজকদের দোষলেও আয়োজক কমিটি সংশ্লিষ্টরা বলছেন- গরুর মালিকের মৃত্যুর সাথে বলি খেলার কোন সম্পর্ক নেই। গরুর মালিক তার বাড়িতে মারা গেছেন, বলি খেলার মাঠে নয়। স্থানীয়দের দাবি, বলি খেলার মূল উদ্দেশ্য জুয়া খেলা। এটা কখনো বাঙালি সংস্কৃতির অংশ হতে পারে না।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: