ফরিদপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশিত: ২৯ মে ২০২৩, ১০:৩০ পিএম

ফরিদপুরে ইয়াবাসহ ৬ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। রবিবার (২৮ মে) জেলার সদরপুর থানাধীন আটরশি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের নিকট থেকে ১ হাজার ৬'শ পিচ ইয়াবা জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামীরা হলো- ভাঙ্গা থানার কাঠালবাড়ি এলাকার মোতালেব শেখের ছেলে মোঃ লিটন হোসেন (২৬), মাইঝাল এলাকার ইব্রাহীম কাজীর ছেলে মোঃ জাহিদুল কাজী (৪২), সদরপুর থানার লিয়াকত সরদারের ছেলে মোঃ সজিব সরদার (২৮), আমিরাবাদ কোলপাড় ডাঙ্গী, এলাকার ওহাব মাতুব্বরের ছেলে মোঃ তরিকুল ইসলাম (২৮), সদরপুর থানার ইদ্রীস খানের ছেলে মো. সুইট খান (২৮), হারুন মাতুব্বরের ছেলে মোঃ রুবেল মাতুব্বর (৩৮)।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: