সবাইকে সমান সুবিধা দিতে মার্কিন রাষ্ট্রদূতকে অনুরোধ আইনমন্ত্রীর

প্রকাশিত: ৩০ মে ২০২৩, ১২:১৪ এএম

নতুন ভিসা নীতির বিষয়ে সবার জন্য সমান সুবিধার বিষয়ে দৃষ্টি দিতে মার্কিন রাষ্ট্রদূতকে অনুরোধ জানান আইনমন্ত্রী আনিসুল হক। সোমবার (২৯ মে) রাজধানীর গুলশানে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস তার সঙ্গে দেখা করতে এলে এই অনুরোধ করেন আইনমন্ত্রী।

আইনমন্ত্রী বলেন, নতুন মার্কিন ভিসা নীতির বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানাতে এসেছিলেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। বৈঠকে ভিসা নীতিতে সবাইকে সমান সুবিধা দেওয়ার জন্য মার্কিন রাষ্ট্রদূতকে অনুরোধ জানান হয়। তাকে বলা হয়- যুক্তরাষ্ট্রের ঘোষিত ভিসা নীতির বিধিনিষেধ সব রাজনৈতিক দল বা সবার ক্ষেত্রে সমানভাবে প্রয়োগ হবে, সেটি আশা করে বাংলাদেশ সরকার।

তিনি বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে সৌহার্দ্যের সম্পর্ক রয়েছে। এ সম্পর্কে কোনো টানাপোড়েন সৃষ্টি হলে আলোচনার মাধ্যমে তা দূর করা যাবে। আগামী নির্বাচন নিয়ে মার্কিন আশ্বাস দেওয়া হয়েছে যে— অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ সংসদ নির্বাচন করতে বদ্ধপরিকর বর্তমান সরকার।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: