চাটমোহরে সড়ক দুর্ঘটনায় মাংস বিক্রেতা নিহত

প্রকাশিত: ৩০ মে ২০২৩, ০৬:২০ পিএম

পাবনার চাটমোহরে মোটরসাইকেল দুর্ঘটনায় বাবলু হোসেন (৪৪) নামের এক মাংস বিক্রেতার মৃত্যু হয়েছে। নিহত বাবলু ভাঙ্গুড়া উপজেলার বড়ালব্রীজ এলাকার মোজাম্মেল হোসেন ওরফে মোজা কসাইয়ের ছেলে।

এলাকাবাসী জানায়, মঙ্গলবার (৩০ মে) সাড়ে ১১টার দিকে বাবলু হোসেন চাটমোহর থেকে মোটরসাইকেল যোগে ভাঙ্গুড়ার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে গুনাইগাছা আটচালা মোড়ে পৌছিলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী অটো বোরাকের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে সে গুরুতর আহত অবস্থায় এলাকাবাসী তাকে উদ্ধার করে চাটমোহর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে সহকারি পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) হাবিবুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। কোন অভিযোগ না থাকায় মৃতদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: