বুড়িচংয়ে লেনদেন ও সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের উপর হামলার অভিযোগ

কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমূল গ্রামের সাংবাদিক মারুফ হোসেনের ব্যবসায় প্রতিষ্ঠান নোহান ভ্যারাইটিজ ষ্টোরের বকেয়া টাকা ও মাদক সংক্রান্ত বিষয় নিয়ে সংবাদ প্রকাশ করায় হামলা চালায় জুম্মান ও সজিব। ঘটনাটি ঘটে (২৯ মে) সোমবার রাত ৮:৩০ মিনিটের সময় মারুফ হোসেনের ব্যাবসায় প্রতিষ্ঠান নোহান ভ্যারাইটিজ ষ্টোরে।এ বিষয়ে বুড়িচং থানা একটি অভিযোগ করা হয়।
অভিযোগ সূত্রে জানা যায়,উপজেলার বাকশীমূল গ্রামের মোঃ হোসেনের ছেলে জুম্মান ও মোঃ আব্দুল হকের ছেলে সজিবের বিরুদ্ধে পূর্বে মাদক সংক্রান্ত বিষয় নিয়ে সংবাদ প্রচার করে দৈনিক ভোরের কলাম পত্রিকার সাংবাদিক মারুফ হোসেন।তার জের ধরে দীর্ঘ দিন ফাঁদ পেতে সাংবাদিকের নিজস্ব প্রতিষ্ঠান নোহান ভ্যারাইটিজ ষ্টোর থেকে বিভিন্ন কৌশলে পণ্য সামগ্রী বকেয়া নিতে থাকে। ১১ হাজার টাকা অধিক বকেয়া হলে জুম্মানের কাছে পাওনা টাকা চাওয়ার সাথে সাথে পূর্ব পরিকল্পিত ভাবে সংঘবদ্ধ একটি দল গত সোমবার রাত ৮:৩০ মিনিটের সময় মারুফ হোসেন এর ব্যাবসায় প্রতিষ্ঠানের ভেতরে প্রবেশ করে স্হানীয় অস্ত্রসহ জুম্মান ও সজিব আরো ৪/৫ জন নিয়ে হামলা চালায়। এ সময় দোকান ভাংচুর সহ শরীরে ব্যাপক জখম করে।
স্হানীয় লোকজন মারুফকে উদ্ধার করার পর ৯৯৯ ফোন করে বুড়িচং থানার পুলিশকে অবগত করে। পরে বুড়িচং থানার পুলিশ এসআই মাহবুব ঘটনাস্থলে যায়। এদিকে ওই আহত সাংবাদিক বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নেন।
স্থানীয় লোকজন জানান, জুম্মান ও সজিব অত্যন্ত উশৃঙ্খল ও বেপরোয় প্রকৃতির লোক এবং বিভিন্ন অপরাধের কর্মকান্ডের সাথে জড়িত। তারা সাংবাদিক মারুফকে ভয়ভীতি করে দেখাইয়া দিবে এমন কথা বলে হুমকি ধমকি প্রদর্শন করছে। তিনি প্রশাসন ও এলাকাবাসীর সহযোগীতা কামনা করেন। অভিযোগ সূত্রে আরও জানা যায় জুম্মান এর বিরুদ্ধে থানাতে অপরাধের রয়েছে।
এ বিষয়ে অভিযুক্ত সজিবের চাচা জাকির হোসেন বলেন, আমি শুনেছি দোকানের বকেয়া টাকা লেনদেন নিয়ে মারুফের সাথে হাতাহাতি হয়েছে। এমন যদি হয়ে থাকে তাহলে সমাজে সাহেব সর্দার ও আমরা অভিভাবক ছিলাম। কিন্তু আমাদেরকে কিছু না জানিয়ে সে ফেসবুকে তাদের বিরুদ্ধে মাদক ব্যবসায়ী আখ্যায়িত করে লেখালেখি করে যাচ্ছে তা ঠিক করে নাই।তারা যদি সত্যিকারে মাদক ব্যবসার সাথে জড়িত হয় তাহলে আমিও সঠিক বিচার কামনা করি।
বুড়িচং থানার ওসি ইসমাঈল হোসেন বলেন, বুড়িচং থানায় একটি অভিযোগ করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। অভিযোগ পরিপ্রেক্ষিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: