নন্দীগ্রামে ঘাস চাষের জন্য প্রণোদনা প্রদান

বগুড়ার নন্দীগ্রামে খামারি পর্যায়ে ঘাস চাষের জন্য প্রণোদনা প্রদান করা হয়েছে। প্রাণিপুষ্টি উন্নয়নে উন্নত জাতের ঘাস চাষ সম্প্রসারণ ও লাগসই প্রযুক্তি হস্তান্তর প্রকল্পের আওতায় ২০২২-২০২৩ অর্থবছরে খামারি পর্যায়ে উচ্চ উৎপাদনশীল জাতের ঘাসের প্রদর্শনী প্লট স্থাপন এবং সাইনবোর্ড স্থাপনের জন্য প্রণোদনা প্রদান করা হয়।
মঙ্গলবার (৩০ মে) দুপুরে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের প্রশিক্ষণ কক্ষে উপজেলা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কল্পনা রানী রায়ের সভাপতিত্বে এ প্রণোদনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (অ. দা.) ডা. সাজেদুল ইসলাম। সেসময় উপস্থিত ছিলেন নন্দীগ্রাম প্রেস ক্লাবের সভাপতি নাজমুল হুদা, ভেটেরিনারি সার্জন শরিফুল ইসলাম ও খামারিরা।
এ উপজেলার ১০ জন খামারিকে নগদ ৫ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকা ও ১টি করে সাইনবোর্ড প্রদান করা হয়েছে।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: