অবরুদ্ধ তিন পরিবারকে উদ্ধার করলেন এসিল্যান্ড মাহবুবুর রহমান

প্রকাশিত: ৩০ মে ২০২৩, ০৮:০৭ পিএম

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে রাস্তায় বাঁশের বেড়া দিয়ে অবরুদ্ধ করে রাখা তিন পরিবারকে বিশেষ অভিযানের মাধ্যমে উদ্ধার করা হয়েছে। ভুক্তভোগী পরিবারের লিখিত অভিযোগের প্রেক্ষিতে মঙ্গলবার (৩১ মে) এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার ভূমি মাহবুবুর রহমান।

অভিযোগ সুত্রে জানা যায়, উপজেলার পৌর এলাকার কাকনহাটি গ্রামের মোঃ বাচ্চু মিয়ার পরিবারের সাথে একই গ্রামের ফজলুর রহমানদের বিরোধ চলে আসছিল। এরই জেরে গত পাঁচদিন আগে বাচ্চু মিয়াদের যাতায়াতের একমাত্র রাস্তাটি বাঁশের বেড়া দিয়ে বন্ধ করে তিন পরিবারকে অবরুদ্ধ করে রাখে ফজলুর রহমান ও তার সহযোগীরা। পরে বিষয়টি সমাধানে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী পরিবার।উপজেলা সহকারি কমিশনার ভূমি মাহবুবুর রহমান জানান, লিখিত অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থলে গিয়ে এর সত্যতা পেয়ে পুলিশের সহায়তায় রাস্তাটি মুক্ত করা হয়েছে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: