ফুলবাড়ীতে জিয়াউর রহমানের ৪২তম শাহাদাৎ বার্ষিকী পালিত

মোঃ আবু শহীদ, ফুলবাড়ী (দিনাজপুর) থেকে: ফ্যাসিষ্ট সরকারের পতন ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বপ্ন বাস্তবায়নের অঙ্গীকার নিয়ে মঙ্গলবার দিনাজপুরের ফুলবাড়ীতে ৪২তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে। দিবসটি পালনে মঙ্গলবার বিকেলে উপজেলার রাবেয়া কমিউনিটি সেন্টারে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনাসভায় উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মওলানা নবিউল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সাংসদ কেন্দ্রীয় বিএনপির অন্যতম সদস্য এজেএম রেজওয়ানুল হক। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপি নেতা সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ আলহাজ্ব খুরশিদ আলম মতি।
এসময় প্রধান অতিথির বক্তব্যে এজেডএম রেজওয়ানুল হক বলেন শেখ হাসিনা ও তার সরকার ভোট চোর, নগণতন্ত্র হরণকারী, খুন গুমের মহারানী ও দেশের সম্পদ লুটপাটকারী। তাই এই সরকারের আর ক্ষমতায় থাকার অধিকার নেই। দেশে বিদেশে চোর চোর ধ্বনী উঠেছে হাসিনা সরকারের বিরুদ্ধে। তিনি বলেন, চক্রান্ত করে আর ক্ষমতায় থাকা যাবে না। আলোচনা সভায় উপজেলার সকল ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মী, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদলসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: