মোবাইল খুঁজতে গিয়ে জরিমানা গুনলেন ২১ লাখ টাকা

প্রকাশিত: ৩১ মে ২০২৩, ০৮:৩৫ এএম

হারানো মোবাইল খুঁজতে অদ্ভুত কান্ড ঘটালেন ভারতের এক সরকারি কর্মকর্তা। ফোন উদ্ধার করতে তিন দিন ধরে পানিধারের ২১ লাখ লিটার পানি সেচ করার ঘটনায় ওই কর্মকর্তাকে ২১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। ক্ষমতার অপব্যাবহার করে পানি সেচ করার ফলে ‘শাস্তি’ হিসাবে এই জরিমানা আরোপ করা হয়।

অভিযুক্ত সেই কর্মকর্তার নাম রাজেশ বিশ্বাস। তিনি ভারতের ছত্তীসগঢ়ের কাঁকের জেলার কোইলিবেড়া ব্লকের খাদ্য দফতরে কর্মরত। বন্ধুদের সাথে ঘুরতে গিয়ে সেলফি তোলার সময় তার এক লাখ টাকা মূল্যের ফোন বাঁধের পানিতে পড়ে যায়। ফোন খুঁজতে ১৫ ফুট গভীর বাঁধের ১০ ফুট পানি তিন দিন ধরে পাম্পের মাধ্যমে তুলে ফেলে দেন বলে অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।

সেই খবর চলে যায় সেচ দফতরের কাছেও। পরবর্তীতে তারা এসে পানি তোলা বন্ধ করে। সেচ দফতর সূত্রে জানা যায়, যে পরিমাণ পানি তুলে ফেলা হয়েছে, সেই পানি দিয়ে ১৫০০ একর জমিতে চাষ করা যেত। এই ঘটনায় স্থানীয় বাসিন্দা থেকে বিভিন্ন মহলে ক্ষোভ তৈরি হয়। ওই কর্মকর্তার ‘দায়িত্বজ্ঞানহীন’ কাজের জন্য শাস্তির দাবিও করেন অনেকে। পরবর্তীতে তাকে সাসপেন্ড করা হয়। সেই সঙ্গে তার বেতন থেকে টাকা কেটে নেওয়ার প্রস্তাব দেওয়া হয়।

সেই প্রস্তাবে সায় দিয়ে খাদ্য দফতরের ওই কর্মকর্তাকে ২১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়েছে, যে পরিমাণ পানি তুলে ফেলা হয়েছে, তাতে গ্রীষ্মকালে সেচ এবং চাষের কাজ অত্যন্ত ক্ষতির মুখে পড়বে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: