ছুটি না নিয়ে বিদেশ যাওয়া ঢাবি শিক্ষকের বিরুদ্ধে ট্রাইবুনাল গঠন

প্রকাশিত: ৩১ মে ২০২৩, ০২:০০ পিএম

বিনা ছুটিতে বিদেশে যাওয়ার অভিযোগ তুলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন (আইবিএ) ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক ক্ষণিকা গোপের বিরুদ্ধে শাস্তি প্রদানে ট্রাইব্যুনাল গঠন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কর্তৃপক্ষ। অন্যদিকে একই বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক রেবেকা সুলতানার পিএইচডি গবেষণায় ‘বাংলাদেশে গণতান্ত্রিক মূল্যবোধের চর্চা’ শীর্ষক প্রবন্ধে ৫৩ শতাংশ চুরির প্রাথমিক প্রমাণ পেয়েছে বিশ্ববিদ্যালয় থেকে গঠিত ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি। অধিকতর তদন্তের স্বার্থে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সভায় সভাপতিত্বে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামের (সিন্ডিকেট) এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিষয়টি নাম প্রকাশে অনিচ্ছুক এক সিন্ডিকেট সদস্য বিষয়টি নিশ্চিত করেছেন। ওই সদস্য বলেন, বিদেশে বিনা ছুটিতে অবস্থান করাতে তদন্ত কমিটির প্রতিবেদনের উপর ভিত্তিতে একটি ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে।

তিনি আরো বলেন, দর্শন বিভাগের ওই অধ্যাপকের গবেষণা জালিয়াতির অভিযোগের সত্যতা পেয়েছে ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি, সেটির ভিত্তিতে আজ তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট।

উল্লেখ্য, গেল বছরের ১৬ অক্টোবর দেশের বিভিন্ন গণমাধ্যমে বিনা ছুটিতে ৩৫৫ দিনের অধিক সময় ওই শিক্ষকের বিদেশে অবস্থানের বিষয়ে সংবাদ প্রকাশিত হয়। প্রকাশিত সংবাদের দু’দিনের মাথায় পদত্যাগ করেন ওই শিক্ষক। ফলে স্বাভাবিকভাবেই অ্যাকাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি পান তিনি স্বেচ্ছায় পদত্যাগপত্র জমা দিলেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পদত্যাগপত্র গ্রহণ না করে তার বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করে।

এদিকে গত বছরের ৬ নভেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক ফরিদ আহমেদ ঢাবির ওই অধ্যাপক রেবেকা সুলতানার গবেষণায় চুরির অভিযোগ তুলে তদন্ত ও বিশ্ববিদ্যালয়ের আইন অনুসারে ব্যবস্থা গ্রহনের অনুরোধ জানিয়ে ঢাবি উপাচার্য বরাবর চিঠি পাঠান। এদিকে চলতি বছরে গত এপ্রিল মাসে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ২০১৪ ও ২০১৮ এর নির্বাচন ও সরকার সম্পর্কে ভিত্তিহীন অপপ্রচার এবং গবেষণা চুরির অভিযোগ’ এনে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বরাবর পাঠানো এক চিঠিতে তদন্তের নির্দেশনা দেয় শিক্ষা মন্ত্রণালয়।

 

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: