বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে আমতলীতে আলোচনা সভা

প্রকাশিত: ৩১ মে ২০২৩, ০২:৫৫ পিএম

মো: মনিরুল ইসলাম, আমতলী (বরগুনা) থেকে: বরগুনা আমতলী উপজেলা প্রশাসনের আয়োজনে 'বিশ্ব তামাকমুক্ত দিবস-২৩' উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩১ মে) সকালে উপজেলা চত্বরে বর্ণাঢ্য র‍্যালী শেষে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আশরাফুল আলমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাড এম এ কাদের, উপজেলা ভাইস চেয়ারম্যান মো: মজিবুর রহমান, নারি ভাইস চেয়ারম্যান তামান্না আফরোজ মনি, আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি একে এম মিজানুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সামসুদ্দিন সানু, ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম রিপন, ইউপি চেয়ারম্যান বোরহানউদ্দিন মাসুম তালুকদারসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, সাংবাদিক ও স্কুলের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: