রাজ আমাকে ছেলেদের মতো ট্রিট করে: সুনেরাহ

প্রকাশিত: ৩১ মে ২০২৩, ০৬:৫৭ পিএম

বর্তমান সামাজিকমাধ্যমের অন্যতম সমালোচনা ও বিতর্কের বিষয় হয়ে দাড়িয়েছে অভিনেতা শরিফুল রাজ ও অভিনেত্রী সুনেরাহ বিনতে কামালের মধ্যকার সম্পর্ক। তবে এ ব্যাপারে আগেই শরিফুল রাজ জানিয়েছেন, তারা কেবলই শুধু বন্ধু।

বুধবার (৩১ মে) দুজনের মধ্যকার সম্পর্কের গুঞ্জন নিয়ে অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল কথা বলেছেন সংবাদমাধ্যমের সঙ্গে। তিনি বলেন, রাজের প্রতি ওই ভাবে কোনো আগ্রহ নেই আমার। আমরা কেবলই ভালো বন্ধু।

তিনি আরও বলেন, আমাদের নিয়ে কোনো গুজবের প্রশ্নই আসে না। আমাদের মধ্যে কিছু নেই। ওর প্রতি ওইভাবে আমার জিরো পয়েন্ট জিরো পার্সেন্টও ইন্টারেস্ট নেই। ও আমার ভালো বন্ধু। ও সব সময় আমাকে ছেলেদের মতো ট্রিট করে আসছে।

সুনেরাহ বলেন, রাজ তো আমাকে শুধু বলত তুই মেয়ে নাকি, তুই তো পোলা। এভাবেই আমাকে সবসময় ট্রিট করছে। আমরা এতটাই ভালো বন্ধু। এখানে অন্য কিছুর প্রশ্নই উঠে না।

এদিকে আগের দিনই অভিনেতার স্ত্রী পরীমনি ক্ষোভ প্রকাশ করেন সুনেরাহর ওপর। জানান, শরিফুল রাজ ১০ দিন ধরে তার সঙ্গে নেই। অভিনেতার ফোন সুনেরাহর কাছে। তিনিই সব ছবি ও ভিডিও পোস্ট করেছেন। আরও বলেন, একটি মহল আমার সংসার ভাঙার চেষ্টা করছে। আইনিব্যবস্থা নেওয়ারও হুমকি দেন পরীমনি।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: