দার্শনিক গোবিন্দ চন্দ্র দেবের ৫২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ঢাবিতে সেমিনার

প্রকাশিত: ৩১ মে ২০২৩, ০৩:৫৭ পিএম

প্রখ্যাত দার্শনিক শহিদ অধ্যাপক ড. গোবিন্দ চন্দ্র দেবের ৫২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩১ মে) বিশ্ববিদ্যালয়ের গোবিন্দ দেব দর্শন গবেষণা কেন্দ্রের উদ্যোগে ‘স্মৃতির মণিকোঠায় ড. দেব’ শীর্ষক এক বিশেষ সেমিনার কেন্দ্রের সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়েছে। এতে সাবেক রাষ্ট্রদূত বি এম আবদুস সালাম সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

এসময় ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি এন্ড সাইন্স-এর ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আলহাজ্ব সুফী মোহাম্মাদ মিজানুর রহমান এবং কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. শাহ্ কাওসার মুস্তাফা আবুলওলায়ী উপস্থিত ছিলেন।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: