দেওয়ানগঞ্জে নিখোঁজের একদিন পর শিশুর লাশ উদ্ধার

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় নিখোঁজের একদিন পর মিলন মন্ডলের বাড়ীর পাশের পুকুরপাড়ে গাছচাপা অবস্থায় ৭ বছরের শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩১ মে) সকালে উপজেলার পাররামরামপুর ইউনিয়নের মন্ডলপাড়া গ্রামের পুকুর থেকে লাশটি উদ্ধার করে। গত মঙ্গলবার (৩০ মে) সকালে বাড়ি থেকে নিখোঁজ হয়েছিল শিশুটি। নিহত শিশুটি উপজেলার পাররামরামপুর ইউনিয়নের তারাটিয়াবাজারের মন্ডলপাড়া গ্রামের মাসুদ মন্ডলের ছেলে রমজান (০৭)। নিহত রমজান মাদ্রাসা সু-সুফা'র প্রথম শ্রেণীর শিক্ষার্থী ছিলো।
নিহত শিশুর চাচা ইয়াসিন ও স্থানীয় সূত্রে জানায়, গত মঙ্গলবার সকাল ১০ টার দিকে রমজান বাড়ির আশপাশে খেলাধুলা করছিল। দুপুর গড়িয়ে গেলে বাড়িতে না ফেরায় খোঁজাখুঁজি শুরু হয়। অবশেষে মাইকিং এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও খোঁজার চেষ্টা করা হয়। কিন্তু কোনো খোঁজ পাওয়া যায়নি। আজ সকালে মালেক মন্ডলের পুকুরপাড়ে শিশুর লাশটি দেখে স্থানীয় বাসিন্দারা পুলিশকে খবর দেয়। পুলিশ এসে লাশটি উদ্ধার করে।
দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শ্যামল চন্দ্র ধর জানান, আমরা সন্দেহ জনক ভাবে একজনকে গ্রেফতার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য জামালপুর মর্গে পাঠানো হয়েছে। তদন্তের মাধ্যমে সঠিক আসামিদের শাস্তির ব্যবস্থা করা হবে।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: