নিখোঁজের দুই দিন পর ঢাকা থেকে উদ্ধার তিন বান্ধবী, আটক ৩

নিখোঁজের দুই দিন পর তিন বান্ধবীকে ঢাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। সেই সাথে আটক করা হয়েছে তিন যুবককে। মেহেরপুরের গাংনী থানার বামন্দী পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইসরাফিল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ডিএমপি পুলিশের সহযোগীতায় উন্নত প্রযুক্তি ব্যবহার করে তাদের উদ্ধার করা হয়। সেই সাথে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে তিন যুবককে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন, চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার সোনাতনপুর গ্রামের ইমদাদুল হক মনার ছেলে হাসান আলী (২২), শেরপুর জেলার শ্রীবর্দী উপজেলার নোয়ানী গ্রামের আলী হোসেনের ছেলে আলমগীর হোসেন (২২), নওগা জেলার পত্নিতলা উপজেলার নজিপুর গ্রামের চানিকা চৌধুরীর ছেলে রোমান চৌধুরী (২৪)।
পুলিশ বলছে, মোবাইলে প্রেমের সম্পর্ক গড়ে তোলে তারা। পরে তারা প্রেমের টানে বাড়ি থেকে বের হয়। উদ্ধারকৃত তিন বান্ধবীকে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং আটক তিন প্রেমিকের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।
পুলিশ সূত্রে জানা যায়, গত রবিার সকালে মেহেরপুরের গাংনী উপজেলার দেবীপুর গ্রামের তিন মাদ্রাসা ছাত্রী বাড়ি থেকে বের হয়ে আর বাসায় ফেরেনি। পরে অনেক খোঁজা খুঁজির পর তাদের সন্ধান না পেয়ে গাংনী থানায় জিডি করেন তাদের পরিবারের লোকজন। নিখোঁজ তিন বান্ধবী বামন্দী দাখিল মাদ্রাসার অষ্টম ও নবম শ্রেণির শিক্ষার্থী।
বামন্দী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ইসরাফিল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে টানা দুই দিন ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার করেন। প্রেমের সম্পর্কের জেরে তারা বাড়ি থেকে বের হয় বলে নিশ্চিত করে পুলিশের এই কর্মকর্তা।
গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মামলা দায়ের পূর্বক তাদেরকে আদালতে প্রেরণ করা হবে।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: