ফের দুঃসংবাদ, সারাদেশে লোডশোডিং বাড়ার আশঙ্কা

পটুয়াখালীর পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে কয়লা সংকটের কারনে পাঁচ দিন ধরে বন্ধ রয়েছে একটি ইউনিট। আর যে পরিমাণ কয়লা মজুদ আছে তা দিয়ে দ্বিতীয় ইউনিট চলবে আগামী ৩ জুন পর্যন্ত। বিগত সময়ে কয়লা আমদানি করা সম্ভব না হওয়ায় আগামী ৪ জুন থেকে বন্ধ থাকবে কেন্দ্রের পুরো বিদ্যুৎ উৎপাদন।
এমন অবস্থায় সারাদেশে লোডশোডিং বাড়ার আশঙ্কা বেড়েছে। যদিও কর্তৃপক্ষ বলছে, চীন ও বাংলাদেশের যৌথ বিনিয়োগে ২০২০ সালে পায়রা ১ হাজার ৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রটি বাণিজ্যিক কার্যক্রম শুরু করে। কেন্দ্রটি চালানোর জন্য কয়লা কিনতে ঋণ দিয়ে আসছে চায়না ন্যাশনাল মেশিনারি ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট কোম্পানি (সিএমসি)। এপ্রিল পর্যন্ত কয়লার ৩৯০ মিলিয়ন ডলার বকেয়া বিল পরিশোধ না করায় সরবরাহ বন্ধ করে সিএমসি।
এতে কেন্দ্রের ৬৬০ মেগাওয়াটের একটি ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যায়। সরকার ১০০ মিলিয়ন ডলার ব্যবস্থা করে দিচ্ছে। তবে নতুন করে কয়লা আমদানি শুরু হলেও কয়লা আসতে সময় লাগবে আরও ২৫ দিন। তাই আগামী ৪ জুন থেকে বন্ধ থাকবে পুরো বিদ্যুৎ উৎপাদন।
এ বিষয়ে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শাহ আব্দুল হাসিব সংবাদমাধ্যমকে বলেন, কয়লা সংকটের কারণে আমাদের এক নম্বর ইউনিট মে মাসের ২৫ তারিখ থেকে বন্ধ রয়েছে। এখন মজুত আছে ৪০ হাজার টন। এ মজুতে জুন মাসের ৩ তারিখ পর্যন্ত দুই নম্বর ইউনিট চালাতে পারব। এরপর ইউনিট বন্ধ হয়ে যাবে। এটি সাময়িক সংকট। বৈশ্বিক কারণে ডলারের সমস্যা ছিল। এর সমাধান হলে কেন্দ্রটি চালু হবে।
পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক এ এম খোরশেদুল আলম সংবাদমাধ্যমকে বলেন, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কাছে যথেষ্ট জেনারেশন করার মত পাওয়ার স্টেশন রিজার্ভ আছে। সেখান থেকে অন্য কেন্দ্রের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে। এতে করে পায়রা বিদ্যুৎকেন্দ্র বন্ধ থাকলেও দেশের লোডশেডিং মিনিমাম পর্যায়ে থাকবে।
পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন বন্ধ থাকলেও লোডশেডিং মিনিমাম পর্যায়ে থাকবে কর্মকর্তারা এমন দাবি করলেও একটি ইউনিট বন্ধ হওয়ার কারণে এর প্রভাব ইতোমধ্যে পড়তে শুরু করেছে। দেশের বিভিন্ন অঞ্চলে গত মাসে তুলনায় চলতি মাসে লোডশোডিং বেশি লক্ষ্য করা গেছে। সংশ্লিষ্ট এলাকার পল্লি বিদ্যুৎ অফিসের কর্মকর্তারা বলছে, পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন বন্ধ থাকার কারণে এই সমস্যা দেখা দিচ্ছে।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: