হালুয়াঘাটে দিনব্যাপী পিবিজিএসআই’র ওয়ার্কশপ অনুষ্ঠিত

প্রকাশিত: ৩১ মে ২০২৩, ০৭:৩৩ পিএম

ময়মনসিংহের হালুয়াঘাটে পারফরমেন্স বেজড গ্রান্টস ফর সেকেন্ডারী ইন্সটিটিউশন (চইএঝও) স্কিমের আওতায় উপজেলা পর্যায়ে মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসার প্রধান শিক্ষক, সভাপতি, ম্যানেজিংক কমিটির সদস্যদের নিয়ে দিনব্যাপী ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩১ মে) সকালে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ জিনিয়া জামানের সভাপতিত্বে ও উপজেলা একাডেমিক সুপারভাইজার সাইফুল ইসলামের সঞ্চালনায় ওয়ার্কশপে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেলোয়ার হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হক সায়েম।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো. খায়রুল আলম ভূঞা, উপজেলা শিক্ষা কর্মকর্তা বিনয় চন্দ্র শর্মা, উপজেলা সমবায় কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ কামরুল হুদা, হালুয়াঘাট ডি. এস. আলিম মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি অধ্যাপক আলহাজ্ব মো. আব্দুল মান্নান, পাবিয়াজুরি স্কুল এন্ড কলেজের সভাপতি আবু সিদ্দিক, ছাঁতুগাও উচ্চ বিদ্যালয়ের সভাপতি এস এম বখতিয়ার বাদশা প্রমুখ।অনুষ্ঠানে বর্তমান সরকারের শিক্ষার বিভিন্ন উন্নয়ন বিষয়ে গুরুত্বসহকারে আলোচনা করা হয়।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: