রাতে মাঠে নামছে ব্রাজিল ও আর্জেন্টিনা

প্রকাশিত: ৩১ মে ২০২৩, ০৯:৪৬ পিএম

অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে শেষ আটে ওঠার লড়াইয়ে রাতেই মাঠে নামছে ব্রাজিল ও আর্জেন্টিনা। বুধবার (৩১ মে) বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় শেষ ষোলোর ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষ তিউনিসিয়া। আরেক ম্যাচে বাংলাদেশ সময় বিকাল ৩টায় নাইজেরিয়ার মুখোমুখি হবে লাতিন জায়ান্ট আর্জেন্টিনা।

প্রতিযোগিতাটির ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল ‘ডি’ গ্রুপে তিন ম্যাচের দুটিতে জিতে ৬ পয়েন্ট পায়। ইতালি ও নাইজেরিয়া সমান ৬ পয়েন্ট করে পেলেও গোল ব্যবধানে এগিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সেলেসাওরা কেটেছে নক আউট পর্বের টিকিট। ব্রাজিলের শুরুটা ভালো ছিল না। ‘ডি’ গ্রুপে সেলেসাওরা ইতালির কাছে ৩-২ গোলে হেরে বসে।

দ্বিতীয় ম্যাচে ডমিনিকান রিপাবলিকের বিপক্ষে ৬-০ গোলের বড় জয় পায়। পরে নাইজেরিয়াকে ২-০ গোলে হারিয়ে দেয়। ‘এ’ গ্রুপে থাকা রেকর্ড ছয়বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা তিন ম্যাচের সবকটিতে জিতে ৯ পয়েন্ট নিয়ে হয়েছে গ্রুপ চ্যাম্পিয়ন।

বাছাইপর্ব থেকে বাদ পড়ার কারণে আলবিসেলেস্তেদের বিশ্বকাপে খেলারই কথা ছিল না। টুর্নামেন্ট শুরুর দুই মাসেরও কম সময় আগে ইন্দোনেশিয়ার কাছ থেকে বিশ্বকাপ আয়োজনের মর্যাদা কেড়ে নেয় ফিফা। তাতে আর্জেন্টিনার কপাল খুলে যায়। আকস্মিকভাবে হয়ে যায় বিশ্বকাপের স্বাগতিক দেশ।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: