কুমিল্লায় পুকুরের ঘাট থেকে দুই ভাইয়ের লাশ উদ্ধার

প্রকাশিত: ৩১ মে ২০২৩, ০৭:৪৫ পিএম

কুমিল্লায় সকালের নাশতা খেয়ে খেলতে গিয়ে দুই ভাইয়ের লাশ মিলল বাড়ির পাশে পুকুর ঘাটে। ওই দুই শিশু সম্পর্কে আপন চাচাতো-জেঠাতো ভাই। নিহতরা হলো আবির (৬) ও নাহিদ (৬)। বুধবার (৩১ মে) সকাল ১১টায় জেলার দেবিদ্বার উপজেলার ১৪ নম্বর সুলতানপুর ইউনিয়নের ছেচড়াপুকুরিয়া গ্রামের জসীম উদ্দিনের বাড়ির পুকুরে এ ঘটনা ঘটে। নিহত আবির ওই বাড়ির কৃষক আমান উল্লহর পুত্র এবং নাহিদ ফুল মিয়ার পুত্র। দুই শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

নিহত আবিরের বাবা আমান উল্লাহ বলেন, ‘কী থেকে কী হয়ে গেল। সকালে নাশতা খেয়ে আমার ছেলে আবির ও আমার বড় ভাই ফুল মিয়ার ছেলে নাহিদ একসাথে খেলতে গিয়েছিল। সকাল ১১টায় শুনতে পাই ওদের মরদেহ বাড়ির পাশের পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। বিকেল ৩টায় জানাজা শেষে দাফন সম্পন্ন করেছি।

এ ব্যাপারে ১৪ নম্বর সুলতানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মো. হুমায়ুন কবির জানান- ঘটনাটি খুবই মর্মান্তিক। এ ঘটনার কোনো সান্তনা হয় না।

দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ (তদন্ত) খাদেমুল বাহার বলেন, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর ঘটনায় আমাদের মৌখিক বা লিখিতভাবে কেউ অবগত করেনি।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: