‘পাংশা থেকে জাতীয় পর্যায়ে প্রতিনিধিত্ব করবে ওরা’

প্রকাশিত: ৩১ মে ২০২৩, ০৮:৩২ পিএম

রাজবাড়ীর পাংশা উপজেলার ৩ কৃতি শিক্ষার্থী উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করে এখন জাতীয় পর্যায়ে পাংশা উপজেলার প্রতিনিধিত্ব করবে। তারা এ সাফল্য অর্জন করায় অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী।

ঢাকা বিভাগ পর্যায়ে অনুষ্ঠিত জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ এ বিভিন্ন প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে কৃতিত্ব অর্জন কারী পাংশার ৩ কৃতী শিক্ষার্থীকে নিজ দপ্তরে শুভেচ্ছা জানিয়েছেন পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী।

শ্রেষ্ঠ কৃতি শিক্ষার্থীরা হলো- পাংশা সিদ্দিকিয়া ফাজিল মাদরাসার ফাজিল প্রথম বর্ষের শিক্ষার্থী ওয়ালিদ আল হাসান, পাংশা সরকারী কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী চিন্ময় কুমার বিশ্বাস ও পাংশা শাহজুই কামিল মাদরাসার ১০ম শ্রেণীর শিক্ষার্থী খোন্দকার মেশকাতুল আবরার।

এরা ঢাকা বিভাগীয় পর্যায়ে অনুষ্ঠিত বিভিন্ন প্রতিযোগিতায় প্রথম স্থান লাভ করে জাতীয় পর্যায়ে প্রতিযোগিতার জন্য নির্বাচিত হয়েছে। আগামী ৫ ই জুন রাজধানী ঢাকায় জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: