পাটের মোড়ক ব্যবহার না করায় ১৪ ব্যবসায়ীকে জরিমানা

প্রকাশিত: ৩১ মে ২০২৩, ১০:২৫ পিএম

শেরপুরের নকলায় পাটজাত মোড়ক ব্যবহার না করার অপরাধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ১৪ জন চাল ব্যবসায়ীকে প্রাথমিকভাবে সতর্ক করাসহ ৭ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (৩১ মে) বিকেলে উপজেলা শহরের পশ্চিম বাজারের চালের দোকানে এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। আদালতটি পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিহাবুল আরিফ। পণ্যে পাটজাত মোড়ক বাধ্যতামূলক ব্যবহার আইন ২০১০ এর ৪ ধারার অপরাধে ১৪ ধারায় ১৪ চাল ব্যবসায়ীকে এসব জরিমানা করা হয়। তাছাড়া সকল দোকানদার ও ব্যাবসায়ীদের পণ্যে বাধ্যতামূলক পাটের মোড়ক ব্যবহারে সতর্ক করা হয়।

এসময় শেরপুর পাট উন্নয়ন কর্মকর্তা আইয়ুব আলী, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ফরিদ আহমেদ লালন, উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা তাহমিনা ইয়াসমিন, উপজেলা ভূমি অফিসের সার্টিফিকেট পেশকার রাশেদুল কিবরিয়া রাশেদ ও নকলা থানার এসআই কামরুল ইসলামসহ পুলিশ সদস্য ও স্থানীয় গন্যমান্যরা অনেকে উপস্থিত ছিলেন।

আদালতের নির্বাহী বিচারক সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিহাবুল আরিফ জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: