জাপানি পর্যবেক্ষক চায় ইসি

জাপানি রাষ্ট্রদূতের সাথে সৌজন্য সাক্ষাত শেষে নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মো. জাহাংগীর আলম পর্যবেক্ষক পাঠানোর বিষয়ে বলেছেন, সিইসি যেটা বলেছে ইউরোপিয় ইউনিয়ন থেকে আমাদের কাছে অনুরোধ এসেছিল, আমরা সেটা পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করেছিলাম। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে ইইউ যোগাযোগ রাখছে, সেক্ষেত্রে বলা হয়েছে তারা টিম পাঠাতে পারেন। সিইসি তাদেরও অনুরোধ করেছেন আপনারা পর্যবেক্ষণ টিম পাঠান আমরা স্বাগত জানাবো।
বৃহস্পতিবার(১জুন) বেলা ১১ টা থেকে জাপানি রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের ঘন্টাব্যাপী বৈঠকের পর ইসি সচিব মো. জাহাংগীর আলম সাংবাদিকদের কাছে এসব কথা বলেন।
মো. জাহাংগীর আলম বলেন, খুলনা, বরিশাল সিটি ঘুরে আসলাম। প্রার্থী ও আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে মতবিনিময় হয়েছে। সকলকে একটি সুষ্ঠু, প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন যাতে করা যায় সেজন্য মাননীয় প্রধান নির্বাচন কমিশনার (কাজী হাবিবুল আউয়াল) ও কমিশনার (আহসান হাবিব খান) নির্দেশনা দিয়েছেন।
বৈঠকের বিষয়ে তিনি বলেন, জাপনের মান্যবর রাষ্ট্রদূত মহোদয় এসেছিলেন সৌজন্য সাক্ষাত করতে। কারণ উনি বাংলাদেশে যোগদান করার পর সিইসি সঙ্গে প্রথম সৌজন্য সাক্ষাত ছিল। উনি আমাদের নির্বাচনের রোডম্যাপের অগ্রগতি সম্পর্কে জানতে চেয়েছিলেন। সিইসি মহোদয় গত সেপ্টেম্বরে ঘোষিত রোডম্যাপের বিষয়ে তাকে ব্রিফ করেছেন। এটাই ছিল মূল বিষয়। এর মধ্যে বিশেষ করে ছিল যে নির্বাচনে রাজনৈতিক দলসমূহের নিবন্ধন অগ্রগতি, সীমানা পুর্নর্নির্ধারণের অগ্রগতি, কোন পদ্ধতিতে আমরা রিটার্নিং কর্মকর্তা, প্রিজাইডিং কর্মকর্তা, সহকারী প্রিজাইডিং কর্মকর্তা নিয়োগ করে থাকি, সে বিষয়গুলো উনি জানতে চেয়েছিলেন।
উনার মূল আলোচ্য বিষয় ছিল সৌজন্য সাক্ষাত, কারণ উনি বাংলাদেশে নিয়োগ পাওয়ার পর এটাই প্রথম সাক্ষাত।রোডম্যাপে আমরা কী কী বিষয়ে এগিয়ে আছি, সেগুলো জানতে চেয়েছেন। নিবন্ধন, আসন বিন্যাস নিয়ে কথা বলেছেন।
অগ্রগতি জানার পর কোনো সন্তুষ্টির কথা বলেছেন কি-না, জানতে চাইলে তিনি বলেন, এখানে সন্তুষ্টি, অসন্তুষ্টির কিছু না। আমরা আমাদের...উনার ঠিক আছে, না আছে এটা বলারই তো এখতিয়ার থাকার কথা না। সুতরাং আপনাদের বুঝতে হবে, এটা আমাদের রাষ্ট্রীয় বিষয়। আমাদের কাছে জানতে চেয়েছেন রডম্যাপে যে ঘোষণা দিয়েছেন তার অগ্রগতি কী।
পর্যবেক্ষক পাঠানোর বিষয়ে তিনি বলেন, পর্যবেক্ষণ নিয়ে উনি কিছু বলেন নাই। সিইসি যেটা বলেছে ইউরোপিয় ইউনিয়ন থেকে আমাদের কাছে অনুরোধ এসেছিল, আমরা সেটা পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করেছিলাম। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে ইইউ যোগাযোগ রাখছে, সেক্ষেত্রে বলা হয়েছে তারা টিম পাঠাতে পারেন। সিইসি তাদেরও অনুরোধ করেছেন আপনারা পর্যবেক্ষণ টিম পাঠান আমরা স্বাগত জানাবো। উনি কী বলেছেন, উনি তো সিদ্ধান্ত দিতে পারবেন না। উনার রাষ্ট্রোর সঙ্গে আগে কথা বলবেন। তারপা সিদ্ধানাত নেবেন।
এর আগে জাপানি রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি বৈঠক বিষয়ে সাংবাদিকদের বলেন,আমি এই সময় পর্যন্ত সুযোগ মিস করেছি। আমার এটা প্রথমবারের মতো, আমি তথ্য নিয়েছি নির্বাচন কমিশন হিসেবে তারা এখন পর্যন্ত কী করেছে এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে তারা কী করবে।'
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: