জয়পুরহাটে বিশ্ব দুগ্ধ দিবস উদযাপন

প্রকাশিত: ০১ জুন ২০২৩, ০৩:০৬ পিএম

‘টেকসই দুগ্ধ শিল্প: সুস্থ মানুষ, সবুজ পৃথিবী’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার (১ জুন) জয়পুরহাটে উদযাপন করা হলো বিশ্ব দুগ্ধ দিবস-২০২৩। প্রাণীসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় জেলা প্রাণী সম্পদ বিভাগ বিশ্ব দুগ্ধ দিবস উদযাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হওয়া র্যালীটি জেলা প্রাণী সম্পদ কার্যালয়ে শেষ হয়।

এখানে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী। তিনি সুস্থ ও মেধা সম্পন্ন জাতী গঠনে দুধ একটা আদর্শ খাদ্য উল্লেখ করে নিরাপদ দুধ পানের প্রতি গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মাহফুজার রহমান।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড এপস) ফারজানা হোসেন, জেলা আওয়ামীলীগের সভাপতি আরিফুর রহমান রকেট, সাধারণ সম্পাদক জাকির হোসেন, খামারী ও ডেইরি আইকন সাদমান আলী জয়, জেলা ভেটেনারী অফিসার ডাঃ রুস্তম আলী প্রমূখ। শেষে কবিতা আবৃত্তি, রচনা ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের হাতে সনদ ও পুরস্কার তুলে দেওয়া হয়।

উল্লেখ্য, জয়পুরহাট জেলায় ৮৭ হাজার মেট্রিকটন দুধ উৎপাদনের লক্ষ্যমাত্রার বিপরীতে উৎপাদন হয়েছে ১ লাখ ৭৩ হাজার মেট্রিক টন দুধ।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: