গুরুদাসপুরে শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ কাজ শুরু

নাটোরের গুরুদাসপুরে ৫ কোটি ১৩ লাখ ৫ হাজার টাকা ব্যয়ে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের নির্মান কাজ শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় পৌর সদরের খামারনাচকৈড় মৌজায় ৩ একর জায়গার উপর উৎসবমুখর পরিবেশে ওই স্টেডিয়ামের প্যাভিলিয়ন গ্যালারির পাইলিং কাজের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্রাবণী রায়।
এসময় উপস্থিত ছিলেন গুরুদাসপুর বিলচলন শহীদ সামসুজ্জো সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. একরামুল হক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আকতার লিপি, নাটোর জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক আসিফ আব্দুল্লাহ বিন কুদ্দুস শোভন, গুরুদাসপুর পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ জাহিদুল ইসলাম, সহসভাপতি রাজকুমার কাশি ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম বিপ্লব, যুগ্ম সম্পাদক রেজাউল করিম সবুজ, ঠিকাদার নাজমুল হক প্রমুখ। ওই স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন স্থানীয় সংসদ সদস্য নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস।
জানা যায়, প্রধানমন্ত্রীর নির্দেশনায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অর্থায়নে সারাদেশে শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ প্রকল্পের আওতায় ২য় ধাপে ১৮৬টি উপজেলায় এ স্টেডিয়াম নির্মাণ করা হয়েছে। এরমধ্যে গুরুদাসপুর উপজেলায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ কাজে ব্যয় ধরা হয়েছে ৪ ক্যাটাগরিতে সর্বমোট ২০ কোটি ৫২ লাখ ২২ হাজার টাকা। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় জাতীয় ক্রীড়া পরিষদের অধীনে এ স্টেডিয়ামের নির্মাণ কাজ বাস্তবায়ন করা হয়েছে।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: