বান্দরবানে কেএনএফ সন্ত্রাসীদের বিস্ফোরণে সেনাসদস্য নিহত: আইএসপিআর

প্রকাশিত: ০১ জুন ২০২৩, ০৭:২১ পিএম

বান্দরবানের রুমায় কেএনএ সন্ত্রাসীদের পুঁতে রাখা মাইন বিস্ফোরণে বাংলাদেশ সেনাবাহিনীর এক সৈনিক নিহত হয়েছেন এবং একই ঘটনায় একজন জেসিও আহত হয়েছেন।

বিশ্বস্ত সূত্রে জানা গেছে আজ বৃহস্পতিবার (১ জুন) আনুমানিক ৯.২০ মিনিটের দিকে একটি সেনা টহলদল থিনদলতে ত্লাং হতে সিলৌপী পাড়া গমনকালে সিলৌপী পাড়ার প্রবেশমুখে কেএনএফ কর্তৃক পুঁতে রাখা আইইডি বিস্ফোরণে ২ জন সেনা সদস্য আহত হয়। আহত সেনা সদস্যদের হেলিকপ্টার যোগে চট্টগ্রাম সিএমএইচে পাঠানো হয়।

পরবর্তীতে আহত সৈনিক তোজাম হোসনে সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় আনুমানিক দুপুর ১২টায় মৃত্যুবরণ করেন। আহত জেসিও এর অবস্থা স্বাভাবিক বলে জানা যায়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এ নিয়ে চলতি বছর কেএনএফ সন্ত্রাসীদের হামলায় চার সেনাসদস্য নিহত হলেন।

আইএসপিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়, রুমা উপজেলার ছিলোপিপাড়া এলাকায় আজ সেনাবাহিনীর একটি টহল দল কেএনএফ সন্ত্রাসীদের সদর দপ্তরসহ একটি গোপন প্রশিক্ষণ ক্যাম্প দখল করে। কেএনএফের প্রশিক্ষণ ক্যাম্প এলাকার আশপাশে থাকা স্থানীয় বাসিন্দাদের অভিযোগের পরিপ্রেক্ষিতে তাঁদের নিরাপত্তার স্বার্থে রুমা সেনা জোনের একটি টহল দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই ক্যাম্পের উদ্দেশে যাত্রা করে। কেএনএফের প্রশিক্ষণ ক্যাম্পের কাছাকাছি পৌঁছালে কেএনএফ সশস্ত্র সন্ত্রাসী দলটি পালিয়ে যায়। তবে সকাল সাড়ে নয়টার দিকে সেনা টহল দলটি সন্ত্রাসীদের বিক্ষিপ্তভাবে পুঁতে রাখা আইইডি বিস্ফোরণের মুখে পড়ে। বিস্ফোরণে আহত এক সেনাসদস্যকে আশঙ্কাজনক অবস্থায় হেলিকপ্টারে দ্রুত চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সৈনিক তুজাম (৩০) মৃত্যুবরণ করেন।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: