ফুলবাড়ীয়ায় জাল সনদ তৈরীর অভিযোগে যুবক আটক

প্রকাশিত: ০১ জুন ২০২৩, ১১:১০ পিএম

ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় জাল সনদ তৈরীর অভিযোগে শরাফত ওরফে কবীর (৩৩) নামের এক যুবক কে আটক করে ময়মনসিংহ র‌্যাব- ১৪।

গতকাল (৩১ মে) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা পরিষদের সম্মুখে সেলফ কম্পিউটার এন্ড ফটোস্ট্যাট নামীয় দোকানে কতিপয় লোক জাল সনদ তৈরী করছেন মর্মে সংবাদ পেয়ে তাৎক্ষনিক অভিযান পরিচালনা র‌্যাব। এসময় ঢাকা বোর্ডের অধীনে প্রস্তুতকৃত উচ্চ মাধ্যমিকের ২টি জাল সার্টিফিকেট ও এসব তৈরীতে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধারসহ অভিযুক্তকে গ্রেফতার করে ময়মনসিংহ র‌্যাব-১৪। গ্রেফতারকৃত উপজেলার কুশমাইল এলাকার মকবুল হোসেনের পুত্র। এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে ফুলবাড়ীয়া থানায় একটি মামলা দায়ের করেছেন। যার মামলা নং -৩ তারিখ ১/৬/২০২৩ইং।

মামলার এজাহার সুত্রে জানাযায়, উপজেলা পরিষদের সামনে ফুল্লরা মার্কেটে সেলফ কম্পিউটার এন্ড ফটোস্ট্যাট নামীয় দোকানে দীর্ঘদিন যাবৎ জাল সনদ তৈরী করে প্রতারণা করে আসছে শরাফত নামের ঐ যুবক। প্রতিটি জাল সার্টিফিকেট তৈরীতে তিনি ৩ থেকে ৫ হাজার টাকা পর্যন্ত হাতিয়ে নেন।

ফুলবাড়ীয়া থানার অফিসার ইনচার্জ মো. শাহিনুজ্জামান খান বলেন, জাল সার্টিফিকেট তৈরীর অভিযোগে ময়মনসিংহ র‌্যাব-১৪ এক যুবককে আটক করে মামলা দায়ের করেছে। পরে আজ সকালে আসামীকে আদালতে সৌর্পদ করা হয়েছে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: