ছাগলের ম্যা ম্যা ডাকে ধরা পড়ল চোর

প্রকাশিত: ০১ জুন ২০২৩, ১১:১০ পিএম

সড়কের পাশে তিনটা ছাগল ঘাস খাচ্ছিলো। এ সময় চার জন মিলে ছাগলগুলোকে সিএনজিচালিত অটোরিকশায় তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করলে ‘ম্যা ম্যা’ স্বরে ডাকতে শুরু করে। ছাগলের ডাক শুনে এলাকাবাসী এগিয়ে আসলে পালানোর চেষ্টা করে চোর চক্র। পরে অবশ্য দুই জন পালাতে সক্ষম হয় এবং দুই জন ধরা পড়ে।

স্থানীয়রা পুলিশকে খবর দিলে ওই দুই চোরকে থানায় নিয়ে যায় পুলিশ। বুধবার (৩১ মে) এ ঘটনার পর বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়। এমন ঘটনা ঘটেছে ময়মনসিংহের নান্দাইল উপজেলার সিংরুইল ইউনিয়নের সিংরুইল পূর্ব নদীর পাড় এলাকায়।

খোঁজ নিয়ে জানা যায়, বুধবার দুপুরে ওই গ্রামের সাহের উদ্দিনের ছেলে সাদ্দাম হোসেন (৩৫) একটি খাসি ও দুটি বকরি ছাগল নিয়ে বাড়ির পাশেই স্থানীয় মুশল্লী-সিংরুইল সড়কের পাশে ঘাস খাওয়ার জন্য ছেড়ে দেন। তিনি কিছু দূরে দাঁড়িয়ে থাকেন।

সাদ্দাম জানান, এ সময় ওই সড়ক দিয়ে যাচ্ছিল সিএনজিচালিত একটি অটোরিকশা। হঠাৎ সিএনজিটি দাঁড়িয়ে পড়ে। এক পর্যায়ে সিএনজির ভেতর থেকে বের হয় চার যুবক। তারা তিনটি ছাগল ধরে সিএনজিতে ওঠানো মাত্রই ছাগলগুলো ম্যা ম্যা ডাকতে শুরু করে।

এ সময় তিনি চোর চোর বলে চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে এসে দুই চোরকে হাতেনাতে ধরে ফেলে। বাকি দুজন পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ গিয়ে জনতার হাত থেকে চোর দুজনকে ধরে থানায় নিয়ে যাওয়ার সময় তাদের ব্যবহৃত সিএনজিটিও জব্দ করা হয়।

এ বিষয়ে নান্দাইল থানার উপপরিদর্শক মো. সুজন মিয়া সংবাদমাধ্যমকে জানান, ধৃত দুই চোরকে জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা কিশোরগঞ্জ জেলার মোকছেদপুর এলাকার মৃত আব্দুল জলিলের পুত্র মো. মোস্তাকিম ওরফে রনি মিয়া (২০) ও একই এলাকার কাঞ্চন মিয়ার পুত্র আমিনুল ইসলাম ওরফে মুন্না (১৮)। পরে তাদের কাছ থেকে জানা যায়, পালিয়ে যাওয়া অপর দুজন হচ্ছে একই এলাকার মতি মিয়ার ছেলে শান্ত (১৮) ও তুষার (১৮)।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: