সাড়ে ৬ ঘণ্টা শাকিব খানের ইন্টারভিউ নিয়েছেন জয়

সম্প্রতি ঢাকাই সিনেমার অন্যতম শীর্ষ নায়ক শাকিব খানের সাক্ষাৎকার গ্রহণ করেছেন অভিনেতা, নির্মাতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়। এই অভিনেতা জানান, দীর্ঘ সাড়ে ৬ ঘন্টা শাকিব খানের ইন্টারভিউ নিয়েছেন তিনি।
শুক্রবার (২ জুন) এক ফেসবুক স্ট্যাটাসে বিষয়টি নিশ্চিত করেন জয়। যেখানে তিনি লিখেছেন, ‘একেকটা ইন্টারভিউ আমার জন্য একটা জার্নি। শিক্ষা সফর। জ্ঞান অর্জনের ধাপ অতিক্রম করা। এখন আমার স্বপ্ন দেশের গণ্ডি পেরিয়ে অন্তত সালমান খান, শাহরুখ খান, আমির খানের ইন্টারভিউ নেওয়া। আপনারা হয়তো বলবেন অসম্ভব। আমি বলব, শুধু অনন্ত জলিলই অসম্ভবকে সম্ভব করে আপনাদের এই ধারণা আমি মিথ্যা প্রমাণ করে দেব ইনশাল্লাহ।’
শাকিব খানের দীর্ঘ সাক্ষাৎকার গ্রহণ বিষয়ে জয় বলেন, ‘খুব শিগগির আসছি। শাকিব খানের সঙ্গে অসাধারণ এক গল্প নিয়ে। সাড়ে ৬ ঘণ্টা ব্যাপী ধারণকৃত ইন্টারভিউ। কখনো সমুদ্রে হাঁটতে হাঁটতে বহু দূরে, কখনো পূর্ণিমা রাতে নির্জন ঝাউতলায়। কখনো হোটেলের সুইট রুমে, কখনো বারান্দায়, কখনো পাহাড়ে হাঁটতে হাঁটতে। জীবনে কখনো যা বলা হয়নি, যে কথা শোনার আগ্রহে শাকিব খান প্রেমীরা অধীর অপেক্ষায়। সব কথা আসছে। দারুণ একটি ইন্টারভিউ। যে ইন্টারভিউ নিয়ে মনে প্রশান্তি আসে, তেমন এক ইন্টারভিউ। সব প্রশ্ন করেছি, তিনিও সব উত্তর দিয়েছেন।’
এসময় ক্যারিয়ারের একটি আক্ষেপ প্রসঙ্গে জয় জানান, ‘জীবনে প্রথম শাবনূর আমাকে ইন্টারভিউ দিয়েছিল। আর সেই দিন শাকিব খান। অনেকে বলে আপনি তো সার্থক উপস্থাপক। আমি বলি না, কারণ আমার একটা দুঃখ রয়ে গেছে। আমি সালমান শাহর ইন্টারভিউ নিতে পারিনি। আমি নায়ক মান্নার ইন্টারভিউ নিতে পারিনি। না নেওয়া তারকার সংখ্যা এখনো অনেক।’
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: