সেমিতে উঠার লড়াইয়ে রাতে মাঠে নামছে ব্রাজিল

প্রকাশিত: ০৩ জুন ২০২৩, ০২:২৬ পিএম

টানা তিন ম্যাচ জিতে এখন অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ব্রাজিল। ফুটবল বিশ্বকাপের সেমিফাইনালে উঠার লড়াইয়ে আজ শনিবার (৩ জুন) রাতে মাঠে নামছে ব্রাজিল। আর্জেন্টিনার অ্যাস্তাদিও সান হুয়ান স্টেডিয়ামে তাদের প্রতিপক্ষ ইসরাইল। দুদলের ম্যাচটি অনুষ্ঠিত হবে রাত ১১টা ৩০ মিনিটে।

ইতালির বিপক্ষে হেরে টুর্নামেন্ট শুরু করেছিল ব্রাজিল। পরে গ্রুপ পর্বে দুই জয়ে ঘুরে দাঁড়ায় দলটি। ডমিনিকান রিপাবলিকের বিরুদ্ধে ৬-০ গোলে ও নাইজেরিয়ার বিপক্ষে ২-০ গোলের জয়ে নকআউট পর্বের টিকিট পায় তারা। নকআউটে ব্রাজিল প্রতিপক্ষ হিসেবে পায় তিউনিসিয়াকে। যে ম্যাচে ৪-১ গোলের জয় তুলে নেয় দলটি।

শুধু ব্রাজিল না, সেমিফাইনালে উঠার লড়াইয়ে এদিন আরও মাঠে নামবে কলম্বিয়া ও ইতালি। এ দুদলের ম্যাচ মাঠে গড়াবে রাত ৩টায়। রোববার অন্য দুই কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হবে দক্ষিণ কোরিয়া বনাম নাইজেরিয়া ও যুক্তরাষ্ট্র বনাম উরুগুয়ের মধ্যে।

প্রসঙ্গত, ৬ কনফেডারেশন থেকে ২৪ দল নিয়ে শুরু হয়েছিল এবারের আসর। ২৪টি দল ৬টি গ্রুপে ভাগ হয়ে গ্রুপপর্বে লড়াই করে। প্রতিটি গ্রুপ থেকে ২টি করে মোট ১২টি ও তৃতীয় স্থানে থাকা সেরা ৪টি দল উঠে আসে নকআউট পর্বে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: