৩৫ প্রত্যাশী শিক্ষার্থী সমন্বয় পরিষদ থেকে বহিষ্কার মুক্তা সুলতানা

প্রকাশিত: ০৩ জুন ২০২৩, ০৩:০৩ পিএম

সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ (আইসিটি) একটি প্রজেক্টে চুক্তিভিত্তিক চাকরিতে যোগদান করায় চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ প্রত্যাশী শিক্ষার্থী সমন্বয় পরিষদের যুগ্ন আহ্বায়ক মুক্তা সুলতানাকে প্রাথমিক বহিষ্কার করা হয়েছে, খুব শীগ্রই তাঁকে সেই বহিষ্কারাদেশ চূড়ান্ত করে প্রেস রিলিজ দেয়া হবে।

শনিবার (৩ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন, চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ প্রত্যাশী শিক্ষার্থী সমন্বয় পরিষদ,কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য সচিব মোহাম্মদ রাসেল।

মোহাম্মদ রাসেল বলেন, মুক্তা সুলতানা চাকরিতে যোগদানের মধ্যে দিয়ে ৩৫ প্রত্যাশীদের যে আন্দোলন সেটি বিতর্কের মুখে ফেলার চেষ্টা করেছেন। তাছাড়া আমাদের সাথে কোন পরামর্শ ছাড়াই তিনি এ কাজটি করেছেন। পহেলা জুন চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ প্রত্যাশী শিক্ষার্থী সমন্বয় পরিষদ কর্তৃক আয়োজিত এক অনলাইন মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী কমিটির সদস্যদের সঙ্গে পরামর্শ ব্যতীত শিক্ষার্থী সমাজের স্বার্থ পরিপন্থী কাজ করায় এবং সংগঠনের সদস্যদের/সাধারণ শিক্ষার্থীদের বিব্রত করায় যুগ্ন আহ্বায়ক মুক্তা সুলতানাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়। শীগ্রই এ বিষয়ে তাঁর বহিষ্কারাদেশ চূড়ান্ত করে প্রেস রিলিজ দিব।

মুক্তা সুলতানা চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ প্রত্যাশীদের আন্দোলন করতে পারবে কি’না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সে সাধারণ শিক্ষার্থী হিসেবে অংশ গ্রহণ করতেই পারে, তবে সে নেতা হিসেবে পারবে না।

এদিকে সদ্য বহিষ্কৃত মুক্তা সুলতানার সঙ্গে কথা হলে তিনি জানান, চাকরি নেওয়াতে আমি না’কি সরকারের কাছে বিক্রি হয়ে গেছি। তাই আমাকে তাঁরা বহিষ্কার করেছে। এছাড়াও আমার বিরুদ্ধে সংগঠনের অসাংবিধানিক কাজ করার অভিযোগ ও মানসিকভাবে অসুস্থ সেটিও বলা হয়েছে।

বহিষ্কৃত হবার পরও আন্দোলনে অংশ নিবেন কি’না এমন প্রশ্নের জবাবে মুক্তা সুলতানা বলেন, আমাকে হুমকি দেয়া হয়েছে, যদি আমি আন্দোলনে তাহলে তাহলে আমাকে গণপিটুনি দেয়া হবে। একটা ইন্টারনাল মিটিং হয়েছে, সেখানে তাঁরা এটি উত্থাপন করেন। এখন যদি আমি আন্দোলনে যাই, তাহলে আমার নিরাপত্তা নিশ্চিত করবে কে?

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: