আমার আমেরিকার ভিসা ২০২৬ সাল পর্যন্ত আছে: শামীম ওসমান

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, পত্রিকায় নিউজ করেছে আমার আমেরিকার ভিসা নাকি বাতিল হয়ে গেছে। আপনাদের বলতে চাই, আমার ভিসা ২০২৬ সাল পর্যন্ত আছে। শনিবার (৩ জুন) সকালে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি আরকে ল্যান্ড পার্কে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
শামীম ওসমান বলেন, তারা আবার নিউজ করেছে শামীম ওসমান তুরস্কের পাসপোর্ট নিয়ে নাকি ইউরোপ ঘুরছে। তাদের বলতে চাই, তুরস্কের পাসপোর্ট নিয়ে ইউরোপ ঘোরা সম্ভব না। আমার ভিসার মেয়াদ ২০২৬ সাল পর্যন্ত আছে। আমি নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের নেতাদেরকে দেখাবো। আমার ভিসা বাতিল হয়েছে কিনা তখন তা প্রমাণ হবে।
তিনি বলেন, সিদ্ধিরগঞ্জ আমাদের ভরসার প্রতীক। এই নির্বাচনে সিদ্ধিরগঞ্জে ঝামেলা বেশি হবে। যারা বিশৃঙ্খলা করার চেষ্টা করছেন তাদের বলতে চাই, এবার আমরা জনগণদের নিয়ে এমনভাবে নামবো যে, মাগো বলার সময় পাবেন না। কাফনের কাপড় পড়ে মৃত্যুর অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এবার আমরা মাঠে নামবো।
বিএনপি ক্ষমতায় আসতে পারবে না চ্যালেঞ্জ জানিয়ে শামীম ওসমান বলেছেন, আল্লাহর উপর ভরসা রেখে, জনগণকে সঙ্গে নিয়ে চ্যালেঞ্জ করে বলতে পারি, আগামী নির্বাচন তো দূরের কথা, এরপরের নির্বাচনেও বিএনপি আর ক্ষমতায় আসতে পারবে না। তারা আগের চেয়ে ভয়াবহ ঘটনা ঘটানোর চেষ্টা করছে। নানা অপপ্রচার চালাচ্ছে। তাদের বিষয়ে আমাদের সজাগ থাকতে হবে।
আওয়ামী লীগের এই নেতা বলেন, বিএনপিকে মোকাবেলা করতে আমাদের দলের মহিলারাই যথেষ্ট। বিএনপিদের ঝাড়ু দিয়ে পরিষ্কার করতে হবে। কারণ তারা বর্তমানে দেশের জন্য ময়লা। আমি খবর পেয়েছি সিদ্ধিরগঞ্জের দুই একটি জায়গায় বিএনপি-জামায়াতের ঘাঁটি বানানো হয়েছে। তাদের বিষয়ে আমরা সজাগ রয়েছি। সব এলাকার খবর রাখি। আমাদের সাচ্চা আওয়ামী লীগের কর্মী দরকার। যারা গা বাঁচাতে বিএনপির সঙ্গে গোপন যোগাযোগ রাখবেন তাদের আমার দরকার নাই।
শামীম ওসমান বলেন, যারা লাফালাফি করছেন তাদের বলতে চাই আমাদের ধৈর্য কমে যাচ্ছে। আমাদের গালাগালি করছেন তাতে আমার কোনো প্রবলেম নাই। কিন্তু আমার নেত্রী বিরুদ্ধে কোনো বাজে কথা বললে আমরা ছেড়ে দিবো না।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: