নতুন মহাপরিচালক পেলো হাটহাজারী মাদরাসা

প্রকাশিত: ০৩ জুন ২০২৩, ১১:৫১ পিএম

চট্টগ্রামের আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার মহাপরিচালক মনোনীত হয়েছেন মুফতি খলিল আহমদ কাসেমী। সেই সঙ্গে সদরে মুহতামিম (উপদেষ্টা) মনোনীত হয়েছেন শাহ মুহিববুল্লাহ বাবুনগরী।

শনিবার (৩ জুন) মজলিসে শুরা সদস্যদের সর্বসম্মতিক্রমে তাদের মনোনীত করা হয়েছে। এ ছাড়া নায়েবে মুহতামিম (ভাইস প্রিন্সিপাল) মনোনীত হয়েছেন শোয়াইব জমিরি।

এর আগে শুক্রবার (২ জুন) রাতে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হাটহাজারী মাদরাসার মহাপরিচালক ও হেফাজতে ইসলামের নায়েবে আমির মাওলানা ইয়াহইয়া (৭৭)। তিনি ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।

হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক মাওলানা মীর ইদ্রিস জানান, বৃহস্পতিবার দুপুরে অসুস্থ হয়ে পড়েন ইয়াহইয়া। এরপর চিকিৎসার জন্য চট্টগ্রাম নগরীর একটি হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে রাতে উন্নত চিকিৎসার জন্য ঢাকার ইউনাইটেড হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি ২০২১ সালের ৮ সেপ্টেম্বর হাটহাজারী মাদরাসার মহাপরিচালক হিসেবে দায়িত্ব নেন।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: