ঢাবির দুই ইউনিটের আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষার ফল সোমবার

প্রকাশিত: ০৪ জুন ২০২৩, ০১:৩৬ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষার দু’টি ইউনিটের ফল সোমবার (৫ জুন) প্রকাশ হবে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে সোমবার (৫ জুন) বেলা ১টায় চারুকলা ও বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে। এদিকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে রোববার (৪ জুন) প্রকাশিত এক নোটিশে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

ওই নোটিশে বলা হয়েছে, ‘সোমবার দুপুর ১.০০টায় বিজ্ঞান ও চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে।

এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিসের পরিচালক মাহমুদ আলম বিষয়টি নিশ্চিত করেন। গত শনিবার তিনি বিডি২৪লাইভের এ প্রতিবেদককে জানান, রোববার ফলাফল প্রকাশের ব্যাপারে চিঠি দেয়া হবে। আগামী সোমবার (৫ জুন) প্রকাশ করা হবে। চারুকলা ও বিজ্ঞান ইউনিটের ফলাফল এবং বুধবার (৭ জুন) প্রকাশ করা হবে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ফলাফল।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: