আমার তো ফ্যামিলি আছে, মান-ইজ্জত আছে: সুনেরাহ

অভিনেতা শরিফুল রাজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে সুনেরা বিনতে কামালের ছবি ও ভিডিও ক্লিপ প্রকাশের পরপরই তা ভাইরাল হয়ে যায়। বিব্রতকর পরিস্থিতিতে পড়েন রাজ-সুনেরা। যদিও এর জন্য সুনেরাহকে দায়ী করেন পরীমণি। অন্যদিকে পরীমণির দিকে আঙুল তুলেছেন সুনের। সম্প্রতি গণমাধ্যমের মুখোমুখি হয়ে এ বিষয়ে কথা বলেছেন সুনেরা।
এই অভিনেত্রী বলেন, হঠাৎ আমার ফোনে কল আসা শুরু হয়। পরে আমি অনলাইনে গিয়ে দেখে হতবাক হয়ে যাই। এই ভিডিও তিন বছর আগের। আমি জানতামই না যে, এ ধরনের ভিডিও আছে।
তিনি আরও বলেন, ভিডিওটি দেখার পর প্রথমে রাজকে ফোন দিই আমি। বলি এটা কি তুই করেছিস। পরে রাজ বলে, সুনেরাহ তোর কি মনে হয় আমি করেছি? আমি শুধু তোকে জিজ্ঞেস করছি, তুই বল? ওর ভয়েসে খুব কান্না ছিল।
পরে রাজ আমাকে বলে, বুঝতে তো পারছিস কে করেছে? পরে রাজকে বললাম, তোর তো পাবলিকলি কথা বলা উচিত। বিষয়টি পরিষ্কার করতে হবে। কারণ, মানুষ আমাকে ভুল বুঝতেছে।
সুনেরাহ বলেন, পরে দেখি পরীমণি আমাকে মেনশন দিয়ে দোষারোপ করছে। অথচ আমি এ বিষয়ে কিছুই জানতামই না। শুধু তাই নয়, পরীমণি বলছে, রাজ আমার সঙ্গে ছিল। অথচ কোনো যোগাযোগই ছিল না। এটা কল রেকর্ড এবং লোকেশন চেক করলেই পাওয়া যাবে।
তিনি আরও বলেন, আমার তো আসলে ফ্যামিলি আছে, মান-ইজ্জত আছে। বিষয়টি মানুষ সব কিছু বুঝছে। পরীমণির সংসার ভাঙার ক্ষেত্রে আমার কোনো ইনভলভমেন্ট নেই। এ বিষয়টি রাজও এবং আমি দুজনেই ক্লিয়ার করেছি। যে কেউ তদন্ত করলে সত্যটা বেরিয়ে আসবে। আমি চাই, তদন্ত হোক। বিশেষ করে ফোনের লোকেশন চেক করা হোক। কে কোথায় ছিল।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: