তীব্র গরম, বৃষ্টির জন্য নামাজ আদায় করলেন মুসল্লিরা

প্রকাশিত: ০৬ জুন ২০২৩, ১২:০২ এএম

তীব্র দাবদাহে অতিষ্ঠ রাজধানীসহ দেশের বেশ কয়েকটি বিভাগের জনজীবন। একাধিক জেলায় বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। এতে খেটে খাওয়া মানুষ সীমাহীন কষ্ট ভোগ করছেন। অন্যসব জেলার মতোই  কয়েক দিনের প্রচণ্ড তাপদাহে বিপর্যস্ত ঠাকুরগাঁওয়ের জনজীবন। বেশ কিছু দিন ধরে বৃষ্টি না হওয়ায় নষ্ট হচ্ছে জমির ফসল। নেমে গেছে পানির স্তর। দেখা দিয়েছে পানির তীব্র সংকট।

ইতোমধ্যে রোদ আর গরমে অতিষ্ট হয়ে পড়েছে সাধারণ মানুষ। তাই বৃষ্টির আশায় ঠাকুরগাঁও শহরের গোয়ালপাড়া কাওমি মাদরাসা মাঠে বিশেষ নামাজ (সালাতুল ইসতিসকা) আদায় করেছেন এলাকাবাসী। সোমবার (৫ জুন) বেলা ১১টায় খোলা আকাশের নিচে ফাঁকা মাঠে নামাজ অনুষ্ঠিত হয়। বিশেষ এ নামাজে ঠাকুরগাঁও শহরের প্রায় ৪ শতাধিক মুসল্লি অংশগ্রহণ করেন।

নামাজ শেষে অনাবৃষ্টি থেকে মুক্তির জন্য মুফতি হারুনুর রশীদ বিশেষ মোনাজাত পরিচালনা করেন। এ বিষয়ে মুফতি হারুনর রশীদ বলেন, দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় মানুষ পানির জন্য খুব বিপদে আছে। বৃষ্টি বা পানির জন্য আল্লাহ সালাতের মাধ্যমে চাইতে বলেছেন। আল্লাহর কাছে চাওয়া সুন্নত। আর চাওয়াকে আরবিতে সালাতুল ইসতিসকা অর্থাৎ পানির জন্য দোয়া বলা হয়।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: