বাবর আজমের সঙ্গে আইসিসির মাস সেরা মনোনয়নে শান্ত

প্রকাশিত: ০৬ জুন ২০২৩, ০৮:৪৪ পিএম

চলতি বছরে দুর্দান্ত খেলছেন নাজমুল হোসেন শান্ত। বিপিএলে টুর্নামেন্ট সেরা হওয়ার পর ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও হয়েছেন সেরা খেলোয়াড়। এসময় ওয়ানডে ক্যারিয়ারের অভিষেক সেঞ্চুরি ও প্রথম উইকেটের দেখাও পান তিনি। যে কারণে দারুণ ফর্মে থাকা এই ক্রিকেটার সেরা ক্রিকেটার হওয়ার দৌড়ে মনোনয়ন পেয়েছেন। এই তালিকার বাকি দুই ক্রিকেটার হলেন বাবর আজম ও হ্যারি ট্যাক্টর।

মঙ্গলবার (৬ জুন) মাসসেরা খেলোয়াড়ের মনোনয়ন তালিকা প্রকাশ করেছে আইসিসি। সেখানে প্রথমবারের মতো জায়গা পেয়েছেন নাজমুল হোসেন শান্ত। সেরা খেলোয়াড় হওয়ার লড়াইয়ে তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন পাকিস্তানের বাবর আজম এবং আয়ারল্যান্ডের হ্যারি টেক্টর।

আয়ারল্যান্ড সিরিজের তিনটি ম্যাচেই অবদান রেখেছিলেন শান্ত। প্রথম ম্যাচেই ৪৪ রানের ইনিংস খেলেন তিনি। যদিও বৃষ্টির কারণে সেই ম্যাচটি পরিত্যক্ত হয়। দ্বিতীয় ম্যাচে মাত্র ৮৩ বলে সেঞ্চুরি তুলে নেন শান্ত। সেই ইনিংসে করেন ৯৩ বলে ১২টি চার ও তিনটি ছক্কায় ১১৭ রান।

তৃতীয় ম্যাচেও অসাধারণ খেলেন শান্ত। ব্যাট হাতে ৩৫ রানের ইনিংস খেলার পর বল হাতে ১০ রান খরচায় এক উইকেট নেন তিনি। গুরুত্বপূর্ণ সময়ে তার নেয়া উইকেটের কারণেই পাঁচ রানের জয় পেয়ে যায় বাংলাদেশ। এই সিরিজের সেরা ক্রিকেটারও নির্বাচিত হন শান্ত।

বাংলাদেশ ক্রিকেটে অভিষেকের পর থেকেই নানা সমালোচনার মুখে পড়েন শান্ত। তাকে নিয়ে নেট দুনিয়ায় অনেক ধরণের ট্রল করা হয়। তবে গত টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেই ছন্দে রয়েছেন এই ব্যাটার। আর এবার তো প্রথমবারের মতো মে মাসের সেরা ক্রিকেটারের দৌড়ে জায়গা করে নিয়েছেন এই ব্যাটার।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: