গাজীপুরে যুবকের লাশ উদ্ধার

গাজীপুরের টঙ্গীতে শরিফ হোসেন রিফাত (১৯) নামে এক নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৬ জুন) বিকেলে আশুলিয়া থানাধীন তৈয়বপুর বাজারের পূর্বপাশে রুদ্রপুর এলাকায় ভাশমান অবস্থায় স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে পুলিশ কে অবগত করলে গাছা থানা পুলিশ লাশটি উদ্ধার করে।
নিহত শরিফ গাজীপুর জেলার টঙ্গী পূর্ব থানাধীন গাসিক ৪৯ নং ওয়ার্ড এরশাদ নগর এলাকার ২ নং ব্লকের বাসিন্দা। সে তার বাবা ফারুক হোসেনের সাথে বসবাস করতো এবং তার ব্যক্তিগত মোটরসাইকেল দিয়ে রাইড শেয়ারিং করে জীবিকা নির্বাহ করতো।
নিহতের স্বজনরা জানায়, সোমবার বিকেল ৪ টা ৩০ মিনিটের দিকে একই এলাকার বাসিন্দা কাজল ও সোহাগ নামে দুই ব্যক্তি রিফাতের বাসায় এসে গাজীপুর মেট্রোপলিটন গাছা থানাধীন পলাসোনা এলাকায় ভাড়ায় যেতে হবে বলে রিফাত কে নিয়ে বের হয়। রাতে অভিযুক্ত দুজন বাড়ি ফিরে হাতে ব্যাগ নিয়ে আবারো বাসা থেকে বের হয়ে যায় কিন্তু রিফাত আর রাতে বাড়ি ফিরিনি।
মঙ্গলবার দিনভর খোঁজাখুঁজির পরে আশুলিয়া থানাধীন তৈয়বপুর বাজারের পূর্বপাশে রুদ্রপুর এলাকায় ভাশমান অবস্থায় স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে পুলিশ কে অবগত করলে গাছা থানা পুলিশ লাশটি উদ্ধার করে।
স্থানীয় এলাকাবাসী জানায়, অভিযুক্ত কাজল ও সোহাগের বিরুদ্ধে টঙ্গী পূর্ব ও পশ্চিম থানায় একাধিক মাদক, ছিনতাই ও হত্যা মামলা রয়েছে। তারা এলাকার চিহ্নিত সন্ত্রাসী।
নিহত রিফাতের বাবা ফারুক হোসেন বলেন, এলাকার চিহ্নিত সন্ত্রাসী কাজল ও সোহাগ পূর্ব পরিকল্পিতভাবে আমার ছেলে কে হত্যা করেছে।আমি আমার ছেলে হত্যার বিচার চাই ।
এবিষয়ে গাজীপুর মেট্রোপলিটন গাছা থানা পুলিশের অফিসার ইনচার্জ ইব্রাহিম হোসেন জানান, আমরা ঘটনাটি জানার সাথে সাথে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করি। সারাদিন গাছা থানা পুলিশ, ফায়ার সার্ভিসের ডুবরিদল ও নৌ পুলিশের সার্বিক প্রচেষ্টায় বিকেলে ভাশমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। নৌপুলিশ সার্বিক আইনগত ব্যবস্থা গ্রহণ করছে।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: