
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার একমাত্র নাকুগাঁও-স্থলবন্দরটি পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ২৭ জুন থেকে আগামী ২ জুলাই পর্যন্ত টানা ৬ দিন বন্ধ থাকবে। এ সময়ে বন্দরে আমদানি-রফতানিসহ সকল বাণিজ্য কার্যক্রম হবে না। তবে বন্দরের কার্যক্রম বন্ধ থাকলেও নাকুগাঁও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রীরা যাতায়াত করতে পারবেন।
বুধবার (২৮ জুন) সকালে স্থলবন্দরের সহকারি পরিচালক পার্থ ঘোষ বিষয়টি নিশ্চিত করে বলেন, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নাকুগাঁও স্থলবন্দর টানা ৬ দিন বন্ধ থাকবে। এসময়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য আমদানি রফতানি কার্যক্রমসহ বন্দরের সব ধরনের কার্যক্রম বন্ধ থাকবে।
বন্দরের কার্যক্রম বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী বৈধ যাত্রীরা বাংলাদেশ ভারত যাতায়াত করতে পারবেন ।আগামী ৩ জুলাই থেকে আবারও বন্দরের কার্যক্রম স্বাভাবিক হবে বলে জানান তিনি।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর