
চট্টগ্রাম নগরীর রাজা পুকুর লাইন এলাকায় টিসিবির পণ্য বিতরণের সময় সরকারি পরিবহন (সেল ট্রাক)-এর চাপায় রঞ্জিত কর্মকার নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে মর্মান্তিক এ ঘটনা ঘটে।
নিহত রণজিৎ কর্মকার (৭০) স্বর্ণের গহনার কারিগর। তিনি রাজাপুকুর লেইনে ভাড়া বাসায় থাকতেন।
স্থানীয় এক বাসিন্দা বাসিন্দা জানান, রণজিত কর্মকার ৪০ বছরেরও বেশিসময় ধরে রাজাপুকুর লেইনে বসবাস করেন। বার্ধক্যজনিত কারণে তার স্বাভাবিক হাঁটাচলায় সমস্যা হয়।বিকেল সাড়ে তিনটার দিকে টিসিবির পণ্য বিক্রির পরিবেশক প্রতিষ্ঠান (ডিলার) মেসার্স রাশেদা এন্টারপ্রাইজের ট্রাক রাজাপুকুর লেইনে প্রবেশ করে। ট্রাকটি অন্যান্য সময়ের মতো গলির ভেতরে অপেক্ষাকৃত উঁচু স্থানে লোকনাথ মন্দিরের সামনে পার্কিংয়ের জন্য এগোচ্ছিল। এ সময় লোকজন সেটিকে অনুসরণ করে দৌড়াতে থাকেন।
তিনি আরও জানান, ‘আমি রাস্তায় দাঁড়ানো ছিলাম। দেখলাম, ট্রাকের পেছনে-পেছনে অনেক লোকজন দৌড়ে আসছিল। নারী-পুরুষ অনেকেই ছিল। ট্রাক পাহাড়ের ওপর ওঠার সময় রণজিতও হুড়োহুড়ির মধ্যে ঢুকে পড়ে। কিন্তু উঁচু স্থানে উঠতে গিয়ে ট্রাকটির সম্ভবত ব্রেক ফেল হয়। তখন সেটা আপনাআপনি নিচের দিকে নেমে যেতে থাকে। লোকজনের হুড়োহুড়ির মধ্যে ধাক্কা খেয়ে রণজিত রাস্তায় পড়ে যায়। তখন ট্রাকের চাকা তার শরীরের ওপর উঠে যায়। আমরা ট্রাকের চাকার নিচ থেকে তাকে টেনে বের করি। গুরুতর আহত রণজিতকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাই। ১৫-২০ মিনিট পর খবর আসে, উনি মারা গেছেন।’
কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল করিম জানান, টিসিবির ট্রাকের চালককে আটক করা হয়েছে। নিহতের পরিবার মামলা করলে আইনি পদক্ষেপ নেওয়া হবে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর