
ক্যাফেটেরিয়ার নানা অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশের জেরে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) সাংবাদিক সমিতির সভাপতি মো. আশরাফুল আলমকে জীবন নাশের হুমকিসহ সংগঠনের সকলকে দেখে নেবার হুমকি প্রদান করেছে ক্যাফেটেরিয়া ম্যানেজার আলামিন ও ঠিকাদার প্রতিষ্ঠান জামাল খান ট্রেডার্স।
এই ঘটনায় ১০ই সেপ্টেম্বর (রবিবার) প্রক্টর বরাবর নিরাপত্তা চেয়ে এবং বিচার নিশ্চিতে অভিযোগ করেন ভুক্তভোগীরা।
লিখিত অভিযোগে বলা হয়, গত ৬ই সেপ্টেম্বর ক্যাফেটেরিয়া নিয়ে নিয়ম ভেঙ্গে টেন্ডার প্রদান, খাবারের উচ্চ দাম ও নিম্ম মানসহ নানা অনিয়মের সংবাদ প্রকাশের করা হয়। এরই প্রেক্ষিতে ম্যানেজার আলামিন এবং খান ট্রেডার্স কর্তৃপক্ষ থেকে আমাকে জীবন নাশের হুমকি প্রদান করে ও আমার সংগঠনকে দেখে নেওয়ার হুমকি দেয় এছাড়াও তিনি জানান ‘প্রশাসনেও তার হাত আছে অনিয়ম করেও ক্যাফেটেরিয়া যেমন নিতে পেরেছি তোকেও দেখে নেব।’ এমতঅবস্থায় আমি জীবনের নিরাপত্তা ও উক্ত ঠিকাদার প্রতিষ্ঠানের শাস্তি দাবি করেন সংগঠনের সংবাদকর্মীবৃন্দ।
অভিযোগ বিষয়ে সংগঠনের সভাপতি মো. আশরাফুল আলম বলেন, ‘‘ঠিকাদার প্রতিষ্ঠান অনিয়ম করে টেন্ডার নেওয়ার প্রেক্ষিতে এবং শিক্ষার্থীদের ভালোমানের খাবার সরবরাহ বিষয়ে সংবাদ প্রকাশ করি। এর প্রেক্ষিতে তারা সরাসরি ভয়ভীতি দেখানো সহ সংগঠনেকে দেখ নেবার হুমকি দেয়। এমনকি তাদের প্রশাসনে লোক আছে বলে যারা মিথ্যাভাবে কোনো লিখিত দিলেও দেখে নিতে পারবে বলে জানান। এছাড়াও আমি অভিযোগ প্রদানের পরের দিন তারা পরিকল্পিতভাবে মিথ্যাচারের চেষ্টা করেন। এ ঘটনায় উপযুক্ত তদন্ত সাপেক্ষে প্রশাসনকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবার অনুরোধ জানাচ্ছি।’’
তবে এ বিষয়ে জানতে অভিযুক্ত আলামিন ও ঠিকাদার প্রতিষ্ঠানকে একাধিকবার কল করলেও রিসিভ করেন নি।
বশেমুরবিপ্রবি প্রক্টর ড. মোঃ কামরুজ্জামান জানান, ‘গত ১০ সেপ্টেম্বর তারিখে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে এ বিষয়ে দ্রত ব্যবস্থা গ্রহন করা হবে।’
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর