
বিশ্বকাপের মঞ্চ শুধু শিরোপা জয়ের মঞ্চই নয় বরং এটি ব্যক্তিগত অর্জনের ও বড় একটি মাধ্যম। সারাবছর ভালো না খেলেও অনেকেই বিশ্বকাপ মঞ্চে দারুন পারফর্মেন্স দেখান। আবার এর উল্টোটাও দেখা যায় এই মঞ্চে। পুরো বিশ্বকাপ জুড়ে বেশ কয়েকজন খেলোয়ারই তাদের সামর্থের প্রমাণ দিয়েছেন। আর ফাইনাল শেষে তাদের হাতেই উঠেছে পুরস্কার।
রবিবার (১৯ নভেম্বর) রাতে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে ভারতকে ৬ উইকেটে হারিয়ে শিরোপা নিজেদের করে নেয় অজিরা। এ ম্যাচে একমাত্র সেঞ্চুরি আসে ট্রেভিস হেড’র কাছ থেকে। এ কারনে ম্যাচ সেরার তকমা পান হেড।
এবারের বিশ্বকাপের মোট প্রাইজমানি ১ কোটি ডলার। এখান থেকে সবচেয়ে ৪০ লাখ ডলার (প্রায় ৪৫ কোটি টাকা) পাচ্ছে চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। পুরো টুর্নামেন্টে শাসন করা ভারত কেবল ফাইনালেই হার মেনেছে। রানার্সআপ হিসেবে আয়োজকরা পেয়েছে ২০ লাখ ডলার (প্রায় ২৩ কোটি টাকা)।
সেমি-ফাইনাল থেকে বিদায় নেওয়া দুই দলও পাবে অর্থ পুরস্কার। শেষ চারে হার মানা নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা পাচ্ছে আট লাখ ডলার করে (প্রায় ১০ কোটি টাকা)। বাংলাদেশসহ আরও যারা ব্যর্থ হয়েছে, তাদের জন্যও আছে অর্থ পুরস্কার। প্রথম পর্ব থেকে বিদায় নেওয়া প্রতিটি দল পাচ্ছে ১ লাখ ডলার করে।
এ ছাড়া প্রতিটি ম্যাচের জন্য পুরস্কার ৪০ হাজার ডলার। প্রথম পর্বে অংশ নেওয়ার এক লাখ ও দুটি জয়ের জন্য ৮০ হাজার; সব মিলিয়ে ১ লাখ ৮০ হাজার ডলার (১ কোটি ৯৭ লাখ ৭৩ হাজার টাকা) পাচ্ছে বাংলাদেশ।
শাকিল/সাএ
সর্বশেষ খবর