
নাটোরের সিংড়ায় বাংলাদেশে নিষিদ্ধ ভারতে উৎপাদিত ফেনসিডিল সহ মুক্তারুল ইসলাম ওরফে দিলদার (২৭) এবং শহীদুল ইসলাম ওরফে বাবু ( ২৫) নামের দুই ভাইকে আটক করেছে রাজশাহী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা ইউনিট।
রবিবার (১১ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার শেরকোল এলাকা থেকে তাদের ফেনসিডিল সহ আটক করা হয়।
এসময় তাদের ব্যবহৃত পাওয়ার ট্রলিতে বিশেষ কায়দায় রাখা ৩৬৫ বোতল ফেনসিডিল উদ্ধার করেন তারা।
আটককৃত মুক্তারুল ইসলাম ওরফে দিলদার (২৭) এবং শহীদুল ইসলাম ওরফে বাবু ( ২৫) চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শ্যামপুর গোপাল নগর দক্ষিণপাড়ার হযরত আলির ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজশাহী এর গোয়েন্দা ইউনিটের কর্মকর্তা জিল্লুর রহমান জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা জানতে পারেন চাঁপাইনবাবগঞ্জ থেকে শুরু হয়ে রাজশাহীর তানোর পার হয়ে বাগমারা দিয়ে আত্রাই অতিক্রম করে ফেনসিডিলের একটি চালান আসছে নাটোরের সিংড়ায়।
চাঁপাইনবাবগঞ্জ থেকে তাদের অনুসরণ করে অবশেষে সিংড়া উপজেলার শেরকোল এলাকায় ওই পাওয়ার ট্রলি থামানো হয়। পরে মুক্তারুল ইসলাম ওরফে দিলদার (২৭) এবং শহীদুল ইসলাম ওরফে বাবু (২৫) স্বীকারোক্তি অনুযায়ী সেখানে তল্লাশি চালিয়ে পাওয়ার টিলারের টুল বক্সের ভিতর থেকে ৩৬৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এই ঘটনায় ওই দুইভাইকে আটক ও এ কাজে ব্যবহৃত একটা পাওয়ার ট্রিলার আটক করা হয়।
পরবর্তীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে মামলার দায়ের এর পর সিংড়া থানায় হস্তান্তর করা হয়।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর