
বিএনপি অফিস ভাঙচুর মামলার আত্মগোপনে থাকা আসামি উপজেলা শ্রমিক লীগের আহবায়কসহ তিন নেতা কর্মীকে পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার করেছে। রোববার গভীর রাতে তাদের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলাম।
কিশোরগঞ্জ থানার এসআই রিপন জানান, বড়ভিটা ইউনিয়ন বিএনপি অফিস ভাঙচুর ঘটনার পর মামলার আসামীরা আত্মগোপনে চলে যায়। রোববার রাতে বিশেষ অভিযান পরিচালনা করে কিশোরগঞ্জ উপজেলা শ্রমিক লীগের আহবায়কসহ তিন নেতা কর্মীকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হল, উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক আশুতোষ রায় লক্ষণ, নীলফামারী জেলা যুবলীগের সদস্য ফিরোজ হোসেন ও নিষিদ্ধ আওয়ামী লীগ সমর্থক তাপস চন্দ্র রায়। আশুতোষ রায় লক্ষণ কিশোরগঞ্জ বানিয়াপাড়া গ্রামের যতিকৃষ্ণ রায়ের পুত্র, ফিরোজ হোসেন গাড়াগ্রাম হাজিপাড়া গ্রামের মোজাফফর হোসেনের পুত্র ও তাপস চন্দ্র রায় ভেড়ভেড়ী বিনোদ চন্দ্র মাস্টারের পাড়ার বিনদ চন্দ্র রায়ের পুত্র।
কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলাম জানান, বড়ভিটা বিএনপি অফিস ভাঙচুর মামলার আত্মগোপনে থাকা তিন জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের জেলা কারাগারে প্রেরণের প্রক্রিয়া চলমান রয়েছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর