
আহমেদ সানি, জবি থেকে: জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবিতে) প্রয়াত উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক এর স্মরণে বিশেষ স্মরণিকার মোড়ক উন্মোচন করা হয়। রবিবার (২৬ নভেম্বর) বিশেষ স্মরণিকা এর মোড়ক উন্মোচন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ।
এসময় স্মরণিকা প্রকাশের লক্ষে গঠিত কমিটির আহবায়ক ও বাংলা বিভাগের অধ্যাপক ড. মিল্টন বিশ্বাস, সদস্য ও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আশরাফুল আলম, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোঃ আইনুল ইসলাম এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এ কে এম লুৎফর রহমান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক গত ১১ নভেম্বর (শনিবার) ভোর ৫টা ১৯ মিনিটে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর