
গণভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় রাজধানীর শাহবাগে শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার নামে একটি করে গরু এবং ওবায়দুল কাদেরের নামে একটি ছাগল জবাই করা হয়েছে। সোমবার (১২ মে) দুপুরে রাজধানীর শাহবাগে প্রাইভেট ইউনিভার্সিটি ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এর উদ্যোগে এই আয়োজন করা হয়েছে।
‘শুকরিয়া’ জানাতে এই ভুরিভোজের আয়োজনে আপামর জনসাধারণ অংশ নিতে পারবেন বলে জানানো হয়েছে।
এদিকে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধে গরু-ছাগল জবাইয়ের বিষয়ে সাধারণ মানুষের বিভিন্নজন নানান মন্তব্য করেছেন। বেলাল বিন সাঈদ বলেন, ‘এখান থেকে সমস্ত রাজনৈতিক দলগুলোর শিক্ষা নেওয়া উচিত। মানুষের রাগ আর ক্ষোভ থেকে বেঁচে দেশের জন্য কাজ করুক।’
এ বিষয়ে ইকবাল মাহমুদ বলেন, ‘এখনো দেখা যায় নিষিদ্ধ দলের লোক আছে ফেইসবুকে। এ রকম পোস্ট পেলেই ওরা ঘেউ ঘেউ শুরু করে।’
মোহাম্মদ রকি বলেন, ‘রক্তের সঙ্গে মিশে থাকা খারাপ জাতি কোনোদিন ভালো জাতি হতে পারে না। রাজনীতি করা মানুষগুলো কেউ ফেরেশতা নয়। আওয়ামী লীগ যদি খারাপ করে থাকলে তোমরা যেগুলো করতেছো সেগুলা কি? বাংলাদেশে শিক্ষিত মানুষের মধ্যে পোকা ধরেছে অনেক বছর আগে, খারাপের সঙ্গে তালে তাল মিলিয়ে চলতে চলতে এখন জোকারে পরিণত হয়েছে।’
এ ব্যাপারে পুনাবের দপ্তর সম্পাদক এহসান চৌধুরী বলেন, ‘৫ আগস্ট আওয়ামী লীগের সরকার পতনের পরও বিভিন্ন জেলা ও বিভাগে তাদের কার্যক্রম চলছিল। সেগুলো নিষিদ্ধ ছিল না। তাই আমরা টানা তিন দিন আন্দোলন করে দলীয় কার্যক্রম নিষিদ্ধ করাতে সক্ষম হয়েছি।ফ্যাসিস্ট আওয়ামী সরকার জনগণের ভোটাধিকার হরণ করেছিল। সেই অন্যায়ের প্রতিবাদ এবং পতনের আনন্দ প্রকাশে আমরা এই প্রতীকী কর্মসূচি পালন করেছি।’
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর