
‘কলমে রেখেছি সাহসের শপথ, ঐক্য নিষ্ঠা আর সৃজনশীলতায় এক দশক’এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির এক দশক পূর্তি উদ্যাপিত হয়েছে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সোমবার (১২ মে) সকালে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে থেকে পায়রা অবমুক্তকরণের মাধ্যমে দিনব্যাপী আয়োজিত কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন চেঞ্জ ইনিশিয়েটিভের চিফ এক্সিকিউটিভ এবং বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য এম জাকির হোসেন খান৷ পরে সেখান থেকে একটি আনন্দ র্যালি বের হয়ে সাংবাদিক সমিতির কার্যালয়ে গিয়ে শেষ হয়।
এসময় সাংবাদিক সমিতির কার্যালয়ে সাংবাদিক সমিতির এক দশক পূর্তি উপলক্ষ্যে কেক কাটা হয়। কেক কাটা শেষে বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি ভবনের হল রুমে একটি আলোচনা সভা এবং বাংলা মাসের বার্ষিক ক্যালেন্ডার প্রকাশ করা হয়।
সাংবাদিক সমিতির সভাপতি মো. কামরুল হাসানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোছা. জান্নাতী বেগমের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গির আলম। মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য এবং স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের ফাউন্ডার এন্ড ভাইস-প্রেসিডেন্ট ডা. মো. মাহবুবুর রহমান।উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য এবং চেঞ্জ ইনিশিয়েটিভের চিফ এক্সিকিউটিভ এম জাকির হোসেন খান।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গির আলম বলেন, ‘সাংবাদিকতা একটি স্বাধীন, মহৎ ও সত্যের পেশা। আমি মনে করি এখানে অর্থনৈতিক স্বাবলম্বী হওয়ারও একটি বড় প্রয়োজন রয়েছে। আমাদের সাংবাদিক ভাই বোনেরা নিশ্চয়ই অনেক ভালো কাজ করেছেন এবং পরিশ্রম করেছেন। আমি আশাবাদী আগামীতেও তারা দেশের জন্য আরো ভালো কাজ করবেন এবং পূর্বে যেই সুযোগ সুবিধা গুলো ছিল না এখন তা পাবেন। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি সঠিক ও সত্য সংবাদ প্রকাশে অবিচল থাকবে এবং এই বিশ্ববিদ্যালয়কে বিশ্বদরবার নিয়ে যেতে অগ্রণী ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।’
এছাড়া আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ফাস্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও ত্রিশাল শাখার ম্যানেজার মো: আনোয়ার হোসাইন ফুয়াদ।
এসময় বিভিন্ন অনুষদের ডিন, প্রক্টর, বিভাগীয় প্রধান,শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী,বিভিন্ন ছাত্র সংগঠন এবং ক্রিয়াশীল সংগঠনের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে বিকেলে বৃক্ষরোপণ এবং সন্ধ্যায় ফানুস উড়ানোর মাধ্যমে সাংবাদিক সমিতির এক দশক পূর্তির দিনব্যাপী আয়োজনের সমাপ্তি ঘোষণা করা হয়।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর