
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের এক শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনার বিচার চেয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর লিখিত অভিযোগপত্র দিয়েছেন ভুক্তভোগী ওই ছাত্রী।
বুধবার (২৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করে তারা। পরে শিক্ষার্থীরা মিছিল নিয়ে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেয়। এসময় উপাচার্য শিক্ষার্থীদের সুষ্ঠু বিচারের আশ্বাস দেন।
আন্দোলনে অংশগ্রহণ করা শিক্ষার্থীরা বলেন, আমাদের ইনস্টিটিউটের শিক্ষার্থীরা দীর্ঘদিন থেকেই এই শিক্ষকের দ্বারা যৌন হয়রানির শিকার হয়ে আসছেন। কিন্তু প্রশাসনকে তার বিরুদ্ধে কোনো উল্লেখযোগ্য ব্যবস্থা নিতে দেখা যায়নি। আমাদের দাবি, সার্বিক ঘটনার ভিত্তিতে সুষ্ঠু তদন্ত করে অতি শীঘ্রই দোষী সাব্যস্ত হলে শিক্ষকে বহিষ্কার চাই।
উল্লেখ্য, অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে এর আগেও যৌন নিপীড়নের অভিযোগ রয়েছে। চলতি বছরের জানুয়ারি মাসেও এক নারী শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ ছিল তার বিরুদ্ধে। এর আগে, ২০১৪ সালের মে মাসেও এক নারী শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ ছিল ওই শিক্ষকের বিরুদ্ধে।
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর