
নড়াইলে চোরাই ছাগলসহ মো. ইমরান বিশ্বাস (২৩) নামের এক চোরকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) নড়াইল সদর উপজেলার নাকশি বাজার থেকে একটি ছাগল ও চুরির কাজে ব্যবহৃত একটি ব্যাটারি চালিত ভ্যানসহ তাকে গ্রেফতার করে সদর থানা পুলিশ। সে নড়াইল সদর থানার সর্কেলডাঙ্গা গ্রামের ইকরামুল বিশ্বাসের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গত বুধবার ২৯ নভেম্বর দিবাগত রাতে নড়াইল সদর থানার রায়খালী গ্রামের চায়না খাতুন (৬১) নামের একঅসহায় বৃদ্ধ মহিলার বাড়ি হতে তার পোষা ছাগল অজ্ঞাতনামা চোর চুরি করে নিয়ে যায়। বৃদ্ধ মহিলা আজ সকালে ঘুম থেকে উঠে ছাগল দেখতে না পেয়ে দিশেহারা হয়ে পড়েন। অনেক খোঁজাখুঁজির পরেও ছাগল না পেয়ে থানা পুলিশের শরণাপন্ন হন। এ বিষয়ে নড়াইল সদর থানায় একটি চুরি মামলা রুজু করা হয়। মামলার পর সদর থানার অফিসার ইনচার্জ মো. ওবাইদুর রহমানের তত্ত্বাবধানে এসআই মো. শাহ্ আলম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে নাকশি বাজারে জনৈক লিটনের চায়ের দোকানের সামনে পাঁকা রাস্তার উপর হতে একটি ছাগল ও চুরির কাজে ব্যবহৃত একটি ব্যাটারি চালিত ভ্যানসহ মো. ইমরান বিশ্বাসকে আটক করেন।
এ বিষয়ে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবাইদুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বিডি২৪লাইভকে বলেন, আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
সর্বশেষ খবর